মহামারী করোনা প্রাদুর্ভাবে দীর্ঘদিন বন্ধের পর পুনরায় এয়ারপোর্ট খোলার ব্যাপারে পূর্ণ প্রস্তুতি নিচ্ছে ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর। আসন্ন দিনগুলিতে বিমানবন্দর পুনরায় চালু হওয়ার সাথে সাথে করোনার সাবধানতামূলক ব্যবস্থা কার্যকর করতে কর্তৃপক্ষকে সহায়তা করতে ইতিমধ্যেই তাওয়ান নেটওয়ার্ক নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন থেকে একদল স্বেচ্ছাসেবী চাওয়া হয়েছে। যারা ওমানি সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে কাজ করবে। বিমানবন্দর পুনরায় চালু কারার বিষয়ে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের (সিএএ) নির্দেশ জারি হওয়ার সাথেসাথে ওমান বিমানবন্দরের সহযোগিতায় তাওয়ান নেটওয়ার্ক স্বেচ্ছাসেবীদের কাছে একটি দল চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
আরো পরুনঃ ওমানে স্বাভাবিক হচ্ছে ফ্লাইট চলাচল
তাওয়ান নেটওয়ার্কের মতে, ১১৭৯ জন স্বেচ্ছাসেবক হিসাবে নিবন্ধিত হয়েছে। আগামী দুদিনের মধ্যে তাদের একটি সাক্ষাতকার নেওয়া হবে। এছাড়াও বিমানবন্দরে করোনা মহামারীর ঘটনাবলি মোকাবেলার জন্য স্বেচ্ছাসেবীদের প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পর্যবেক্ষকের সাথে কথা বলে তাওয়ান নেটওয়ার্কের এক সদস্য জানিয়েছেন যে, ‘‘দেশটির সকল নাগরিকদের স্বেচ্ছাসেবক দলের অংশ হওয়ার জন্য আমন্ত্রণ করা হয়েছে।
নির্বাচিত স্বেচ্ছাসেবীরা বিমানবন্দর পুনরায় খোলার আগ পর্যন্ত প্রশিক্ষণ নেবেন।” তিনি আরো বলেন, স্বেচ্ছাসেবীদের বিমান ভ্রমণকারীদের সাথে কথা বলার সময় আরবি ও ইংরেজিতে অনর্গল কথা বলতে সক্ষম হতে হবে। যারা বেশি ভাষায় কথা বলেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে। ভাল চেহারা এবং আচরণের পাশাপাশি, পোশাক কোড নিয়ন্ত্রণ করা হবে। এছাড়াও সন্ধ্যা শিফটে স্বেচ্ছাসেবী অবশ্যই পুরুষ হতে হবে। সুত্রঃ ওমান ডেইলি
আরো দেখুনঃ ওমানে স্বাভাবিক হচ্ছে বিমান চলাচল
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post