বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী। শুক্রবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণ ২ হাজার ডলার ছাড়িয়ে যায়। বিশ্লেষকরা মনে করছেন, দাম আরও বাড়তে পারে এবং ২ হাজার ৫০০ ডলারের ঘরে উঠতে পারে।
ফিউচার মার্কেটে গত কয়েক সপ্তাহে স্বর্ণের দাম ৩ শতাংশ বেড়েছে। ডলারের অবনমনে স্পট ও ফিউচার উভয় মার্কেটে ধাতুটির মূল্য ২ হাজার ডলারের উপরে অবস্থান করছে।
নিউইয়র্কভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ফান্ডস্ট্র্যাটের প্রযুক্তিগত বিশ্লেষক মার্ক নিউটন বলেন, “আমার মনে হচ্ছে স্বর্ণের দাম নতুন করে সর্বকালের সর্বোচ্চ দামের রেকর্ড ভেঙে ২ হাজার ৫০০ ডলারের ঘরে উঠতে পারে।’
তিনি মনে করেন, চলমান ভূরাজনৈতিক দ্বন্দ্ব ও বাজার অস্থিরতা চক্র ধাতুটির দাম বাড়াতে বড় ভূমিকা রাখবে।
স্বর্ণের দাম বাড়তে থাকার পছেনে দুটি প্রধান কারণ উল্লেখ করেছেন নিউটন। প্রথমত, বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা। দ্বিতীয়ত, চলমান ভূরাজনৈতিক দ্বন্দ্ব।
বর্তমানে বিশ্বব্যাপী অর্থনীতি স্থিতিশীল নয়। মহামারি, মূল্যস্ফীতি, যুদ্ধ ইত্যাদি কারণে অর্থনৈতিক অস্থিরতা বিরাজ করছে। এই অস্থিরতার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগের সন্ধান করছেন। স্বর্ণকে একটি নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। তাই অর্থনৈতিক অস্থিরতার কারণে স্বর্ণের চাহিদা বাড়ছে এবং দাম বাড়ছে।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা বিশ্বব্যাপী অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা আরও বাড়াতে পারে। এই অস্থিরতার কারণে স্বর্ণের চাহিদা আরও বাড়তে পারে এবং দাম আরও বৃদ্ধি পেতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post