ইউরোপের বিখ্যাত বিমান এয়ারলাইন রায়ানএয়ার। অভিযোগকারীদের হাস্যরসাত্মক উত্তর দেওয়ার জন্য তাদের বহুল আলোচিত। এবারও সেই ধারাবাহিকতায় ঘটলো আরেকটি মজার ঘটনা।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) কার্লি নামের এক নারী রায়ানএয়ারকে মেনশন করে প্লেনের টিকেটের টাকা ফেরত চেয়েছেন। তিনি লিখেছেন, আমি নিজের এবং আমার স্বামীর জন্য ফ্লাইট বুক করেছিলাম, কিন্তু এইমাত্র জানতে পারলাম, আমার স্বামীর অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে! আমি এখন আমার প্লেনের টাকা ফেরত চাই।
কার্লির এমন টুইটের উত্তরে রসিকতা করে রায়ানএয়ার লিখেছে, ইমোশনাল ব্যাগেজের জন্য আরো বেশি মূল্য দিতে হবে, কার্লি। রায়ানএয়ারের এ উত্তর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাস্যকর অনেক মন্তব্য করেছেন টুইটার ব্যবহারকারীরা।
একজন লিখেছেন, ইমোশনাল ব্যাগেজ সবচেয়ে ভারী, অতিরিক্ত ব্যাগেজ ফি ধার্য করা হোক। অন্য একজন লিখেছেন, এটি অনলাইনে সেরা গ্রাহক ফিড। এর আগে রায়ানএয়ারে ভ্রমণকারী এক নারী জানালার পাশের সিটে বসার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করেছিলেন। তবে দুর্ভাগ্যবশত তার সিটের পাশে কোনো জানালা ছিল না।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post