মধ্যপ্রাচ্যের আকাশে বিমানের জিপিএস সিগন্যাল হারিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ বেড়েছে। গত কয়েকদিন ধরে এমন ঘটনা ঘটছে। বিমানের জিপিএস সিগন্যাল হঠাৎ হারিয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই ফিরে আসে।
মধ্যপ্রাচ্যের ইরাকের উত্তর দিক থেকে আজারবাইজান পর্যন্ত আকাশপথেই বিমানচালকরা এমন সমস্যার সম্মুখীন হচ্ছেন। প্রথমেই বিমানে একটি ভুয়া জিপিএস সিগন্যাল ধরা পড়ছে। তা দেখে পাইলট বিভ্রান্ত হয়ে পড়ছেন। আকাশপথে যাত্রার অভিমুখ ঠিক রাখার জন্য জিপিএস সিগন্যালের ওপরই ভরসা করতে হয় তাদের।
বিমানচালকদের অভিযোগ, ওই সিগন্যাল এতটাই শক্তিশালী যে, বিমানের মধ্যেকার সমস্ত ইলেকট্রনিক ব্যবস্থায় গণ্ডগোল দেখা দিচ্ছে। তারপর হঠাৎই বিমানের যাবতীয় জিপিএস সিগন্যাল উধাও হয়ে যাচ্ছে! একাধিক বিমানচালক এমন সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে দাবি করছেন। বিষয়টি যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে উঠেছিল। এ নিয়ে পর্যালোচনা করে বিমান সংস্থাগুলোর জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তাতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, এই সমস্যার কারণে বড়সড় ‘নিরাপত্তা-বিপত্তি’ হতে পারে।
মাঝ আকাশে পাইলট যে ভুয়া সিগন্যাল পাচ্ছেন, তাতে মনে করা হচ্ছে ওই সময় সিগন্যাল স্পুফ করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনও স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, কোনো সামরিক বৈদ্যুতিক সরঞ্জাম চালু করার ফলেই বিমানে এমন সমস্যা হচ্ছে। আঞ্চলিক উত্তেজনা রয়েছে এমন এলাকায় ওই বৈদ্যুতিক সরঞ্জাম চালু হচ্ছে, এর ফলেই বিমানে জ্যামিং এবং স্পুফিংয়ের মতো সমস্যা দেখা দিচ্ছে।
পাইলটরা এমন সমস্যায় পড়লে যা করবেন
এক সতর্কবার্তায় বলা হয়েছে, সাধারণত এমন বিপদে পড়লে পাইলটদের মাথার ঠিক থাকে না। কিন্তু এমন বিপদ এড়ানো সম্ভব বলেই জানিয়েছে ভারতের অসামরিক বিমান পরিষেবা নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ)। বিপদের সময় ডিজিসিএ’র সঙ্গে যোগাযোগ রেখে চলবে পাইলটরা।
সিগন্যাল স্পুফিং হলে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। বিমান সংস্থা, বিমানচালক, এয়ার নেভিগেশন সার্ভিস প্রোভাইডার এবং এয়ার ট্র্যাফিক কন্ট্রোলার সবাইকে এই নির্দেশিকা অনুসরণ করতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post