আশার আলো জ্বালিয়ে, লাখ টাকা খরচ করে লিবিয়া আসা প্রবাসী বাংলাদেশিরা দালালের খপ্পরে পড়ে বেকারত্বের অন্ধকারে তলিয়ে যাচ্ছেন। জীবিকার তাগিদে বাড়ি ঘর মা বাবা আত্বীয়স্বজন ছেড়ে দূর প্রবাসে পাড়ি জমালেও সেখানে সংশয় কাটছে না তাদের। এ নিয়ে দুশ্চিন্তায় থাকতে হচ্ছে পরিবারের অন্যান্য সদস্যদের।
এ বিষয়ে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছিলেন ভুক্তভোগী ৯ প্রবাসীর পরিবার। নিয়মনীতি মেনে দালালরা কৌশলে ফ্রি ভিসাকে কন্ট্রাক্ট ভিসা বলে চালিয়ে দিলেও প্রবাসে এসে কাজ পাচ্ছেন না অনেকে। পাশাপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরির প্রলোভন দেখিয়ে বেকার ও অসহায় শ্রমিকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।
তেমনি লিবিয়ায় দালালের খপ্পরে পড়ে আটকে পড়া বাঁশখালীর ৯ প্রবাসী বাংলাদেশ দূতাবাস ও উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সার্বিক সহযোগিতায় অবশেষে তারা দেশে ফিরে এসেছে। দেশে ফিরে তারা গতকাল শুক্রবার বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসারের এসে কৃতজ্ঞতা জানান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, লিবিয়ায় অপহরণ হয়ে নির্যাতনের শিকার বাঁশখালীর ৯ জনের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় তাদের উদ্ধার করে নিরাপদস্থানে রাখার পর ভিডিও বার্তায় দেশে ফেরার আকুতি জানান তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post