লিবিয়ার যুদ্ধবিরতি ও সামরিক অভিযানের বিষয়ে দেশটির রাষ্ট্রপতি ও সংসদ স্পিকারের দেওয়া ঘোষণাকে স্বাগত জানিয়েছে ওমান। শনিবার ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই স্বাগত জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “যুদ্ধবিরতি ও সামরিক অভিযানের বিষয়ে লিবিয়ার রাষ্ট্রপতি ও সংসদ স্পিকারের দেওয়া ঘোষণাকে ওমান স্বাগত জানায় । ওমানের সুলতান আশাবাদ ব্যক্ত করেছেন যে, এই পদক্ষেপটি লিবিয়ার জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করবে। একইসাথে বর্তমান পরিস্থিতিতে একটি কার্যকরী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, “ওমান লিবিয়ার ইস্যুতে দীর্ঘস্থায়ী শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর জন্য গুরুত্ব সহকারে কাজ করছে। দায়িত্ব সহকারে এই সুযোগটি কাজে লাগানোর জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।”
আরো পড়ুনঃ ওমানে বিভিন্ন অপরাধে শুক্রবার বহু প্রবাসী গ্রেফতার
আরো দেখুনঃ প্রবাস টাইম বুলেটিন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post