জ্যোদ্দা থেকে হায়দরাবাদ আসার পথে, এক যাত্রীর অসুস্থতার কারণে একটি ইন্ডিগোর বিমানকে জরুরি অবতরণ করতে হয় পাকিস্তানের করাচিতে। ইন্ডিগোর তরফে জানানো হয়, জেড্ডা থেকে হায়দরাবাদ আসছিল ইন্ডিগোর 6E68 বিমানটি। বিমানটিতে আচমকাই এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন।
মেডিক্যাল এমার্জেন্সির কারণে বিমানটিকে করাচিতে অবতরণ করান চালক। বিমানবন্দরে অসুস্থ যাত্রীকে দেখার জন্য উপস্থিত ছিলেন চিকিৎসকরা। ততক্ষণেঅবশ্য দুর্ভাগ্যবশত ওই যাত্রীর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর বাকি নিয়মকানুন শেষ করে করাচি থেকে হায়দরাবাদ ফিরে যায় বিমানটি।
এয়ারলাইনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘জেড্ডা থেকে হায়দরাবাদগামী 6E68 বিমানে মেডিক্যাল এমার্জেন্সি হয়। ক্য়াপ্টেন করাচির দিকে বিমানটিকে ঘুরিয়ে দেন। অসুস্থ হয়ে পড়া যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করতে সেখানে উপস্থিত ছিলেন চিকিৎসকরা। তবে দুর্ভাগ্যবশত বাঁচতে পারেননি ওই যাত্রী। করাচি বিমানবন্দরে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।’
প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে দিল্লি থেকে দোহারের উদ্দেশে একটি বিমান রওনা হয়েছিল। মাঝ আকাশেই হঠাৎ অসুস্থ বোধ করতে থাকেন এক যাত্রী। সেই সময়ও পাকিস্তানের করাচি বিমানবন্দরে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়েছিল। কিন্তু চিকিৎসকরা ওই যাত্রীকে বাঁচাতে পারেননি। পরীক্ষা করে চিকিৎসকরা জানান, আগেই তাঁর মৃত্যু হয়েছে। এবার যেন সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল। অন্য়দিকে, ২১ অগাস্ট মাঝআকাশে অসুস্থ হয়ে পড়েছিলেন এক যাত্রী।
বিমানের মধ্যেই তাঁর রক্তবমি শুরু হয়েছিল। তড়িঘড়ি বিমানটির জরুরি অবতরণ করান পাইলট। তারপরেই শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্য়ু হয় যাত্রীর। ঘটনাটি ঘটে ইন্ডিগোর মুম্বই-রাঁচি বিমানে।ইন্ডিগো সূত্রে জানা গিয়েছিল, মৃত ওই যাত্রীর নাম দেবানন্দ তিওয়াড়ি। রাতের দিকে মুম্বই থেকে ইন্ডিগোর বিমানে করে তিনি রাঁচি যাচ্ছিলেন। কিডনির সমস্যা এবং যক্ষ্মায় আক্রান্ত ছিলেন দেবানন্দ।
হঠাৎ করে বিমানে অসুস্থ হয়ে পড়ায় নাগপুরে বিমানের জরুরি অবতরণ ঘটানো হয়। তাঁকে নিয়ে যাওয়া হয় নাগপুরের KIMS হাসপাতালে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। বিমানের মধ্যেই যাত্রীর হঠাৎ কাশি শুরু হয় ও তারপর রক্ত বমি করতে শুরু করেন।
ততক্ষণে মুম্বই থেকে বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল বিমান। ঘটনাটি জানতে পেরে পাইলট তড়িঘড়ি বিমানটি নাগপুরের বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ ঘটান। ইন্ডিগোর তরফেই তড়িঘড়ি ওই যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু, হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়ে ছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post