কিশোরগঞ্জের হোসেনপুরে সৌদি প্রবাসী মঞ্জিল মিয়ার স্ত্রী ও তার দুই মেয়েকে হত্যার মামলায় গ্রেফতার দুই আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চাঞ্চল্যকর তিন খুনের মামলার রিমান্ড শুনানির তারিখ ধার্য ছিল ২১ নভেম্বর।
গত ১৪ নভেম্বর সকালে নিজের ঘর থেকে সৌদি প্রবাসী মঞ্জিল মিয়ার স্ত্রী তাছলিমা আক্তার, বড় মেয়ে মোহনা ও ছোট মেয়ে বন্যার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর ধারাবাহিকতায় ওই ঘটনায় প্রাথমিক তদন্ত ও ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের পর তাদের শ্বাসরোধে হত্যার প্রমাণ পায় সিআইডির ক্রাইম সিন ইউনিট। পাশাপাশি হত্যার আগে গৃহবধূ তাসলিমা ও তার বড় মেয়ে মোহনাকে ধর্ষণ করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তারা।
পুলিশ জানায়, চাঞ্চল্যকর ওই তিন খুনের ঘটনায় জড়িত সন্দেহে একই উপজেলার জাহাঙ্গীর আলম ও মো. জহিরুল ইসলাম ছোটনকে গ্রেফতার করা হয়। স্বামী বিদেশ থাকায় দুই মেয়েকে নিয়ে গৃহবধূ তাছলিমা স্বামীর বাড়িতেই বসবাস করতেন। তার বাবার বাড়ি পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার নারান্দি গ্রামে। সেখানেই গত ১৭ নভেম্বর সৌদি আরব থেকে দেশে ফিরে স্ত্রী ও দুই মেয়ের লাশ দাফন করেন প্রবাসী মঞ্জিল মিয়া।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post