মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশের এক বিশেষ অভিযানে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে নকল পাসপোর্ট ও ভিসা তৈরির অভিযোগ রয়েছে। ‘অপস ভিস্তা মুতিয়ারা’ নামের বিশেষ অপারেশনে ওই নকল পাসপোর্ট জালিয়াতি সিন্ডিকেটকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২০ নভেম্বর) সকালে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের প্রেস কনফারেন্সে এ কথা জানান দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতো রুসলিন বিন জুসোহ।
এ সময় ইমিগ্রেশন মহাপরিচালক আরও বলেন, স্থানীয় নাগরিকদের অভিযোগের ভিত্তিতে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। ‘শিমুল’ নামে পরিচিত জাল পাসপোর্ট কারবারির বাড়িতে অভিযান চালিয়ে ৩৩ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।
তবে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ তাদের ফেসবুক পেইজে নকল পাসপোর্টসহ ৩ বাংলাদেশি গ্রেপ্তারের খবর প্রকাশ করলেও গ্রেপ্তারদের ছবি ও নাম প্রকাশ করেনি।
অভিযানে বিভিন্ন দেশের মোট ২২১টি পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়। এর মধ্যে বাংলাদেশি পাসপোর্ট ৬১টি, ইন্দোনেশিয়ান পাসপোর্ট ৪৩টি এবং মিয়ানমারের পাসপোর্ট ১টি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post