বাংলাদেশ থেকে আরেকটি বিশেষ ফ্লাইট ওমানের মাস্কাট আন্তর্জাতিক এয়ারপোর্টে আজ পৌছেছে। শুক্রবার মাস্কাট এয়ারপোর্টের বরাত দিয়ে টাইমস অব ওমান জানায়, বিশ্বের নয়টি দেশের মোট ২০ টি ফ্লাইট শুক্রবার (২১-আগস্ট) ওমানের মাস্কাট বিমানবন্দরে পৌঁছেছে। মাস্কাট এয়ারপোর্টের তালিকা অনুযায়ী ওমান থেকে ছেড়ে যাবে মোট ২৪ টি ফ্লাইট।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমানে আগত ফ্লাইটগুলির মধ্যে রয়েছে ভারত থেকে তিনটি ফ্লাইট, ইরান থেকে দুটি, সংযুক্ত আরব আমিরাত (দুবাই) থেকে চারটি, কাতার থেকে চারটি এবং মিশর থেকে দুটি ফ্লাইট। এছাড়াও বাংলাদেশ, তুরস্ক, সিরিয়া এবং সোমালিয়া থেকে একটি করে ফ্লাইট মাস্কাট বিমানবন্দরে পৌঁছাবে বলে জানায় টাইমস অব ওমান। আন্তর্জাতিক ফ্লাইট ছাড়াও ওমানের অভ্যন্তরে চলাচল করবে একটি ফ্লাইট। যেকোনো যাত্রী মাস্কাট এয়ারপোর্টের ওয়েবসাইটে গেলে বিস্তারিত সময়সূচী দেখতে পারবেন।
আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে যারা ওমান যেতে পারবেন
এদিকে আগামী সোমবার (২৪ আগস্ট) ওমান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশে আসবে বলে জানিয়েছে বিমানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা জানান, আগামী সোমবার ওমান টাইম রাত ১০-৩০ মিনিটে মাস্কাট এয়ারপোর্ট থেকে বিমানের একটি বিশেষ ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।ফ্লাইটটি ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পরিচালনা হচ্ছে। এই ফ্লাইটে ওমান থেকে মোট ৪১৯ জন যাত্রী দেশে ফিরতে পারবেন। ১৪৬ রিয়াল করে টিকেটের মূল্য নেওয়া হচ্ছে এবং প্রতিটি টিকেটের বিপরীতে একজন যাত্রী বুকিং এ ৪০ কেজি মাল এবং হাতে ৭কেজি মাল আনতে পারবে বলে জানিয়েছেন বিমানের উক্ত কর্মকর্তা।
আরো পড়ুনঃ ওমান প্রবাসীদের জন্য সু খবর
তিনি আরো জানান, শুক্রবার (২১-আগস্ট) রাত ১১-৫৫ পর্যন্ত মোট ৩২৫ টি টিকিট বিক্রি হয়েছে, বাকি ৯৪ টি টিকেট বুকিং চলছে। কোনো অসুস্থ ব্যক্তি অথবা অতি প্রয়োজনে দেশে আসতে চাচ্ছেন, এমন ব্যক্তিদের বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান, চট্টগ্রাম সমিতি ওমান অথবা বাংলাদেশ দূতাবাসে সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে। এদিকে আগামী ২৯ আগস্ট ওমান থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট রয়েছে বলে জানাগেছে বিশ্বস্ত সূত্রে।
নিম্নে মাস্কাট এয়ারপোর্টের লিংকটি দেওয়া হইলো: https://www.muscatairport.co.om/#arriving
আরো পড়ুনঃ চারমাসে ওমান ছেড়েছে ২৩ হাজার বাংলাদেশি প্রবাসী
আরো পড়ুনঃ নিয়মের জালে বন্দী প্রবাসীদের ঋণ
আরো পড়ুনঃ প্রবাসীদের মরার উপর খাড়ার ঘা
এক ক্লিকে দেখুন ওমানের সব শীর্ষ সংবাদ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post