ওমানে থেকেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। মাস্কাটের বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের তফশিল ঘোষণার পরদিনই বিজ্ঞপ্তি প্রকাশ করে দূতাবাস। এতে আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের কথা জানিয়ে বলা হয়, তফশিল ঘোষণার পরবর্তী ১৫ দিনের মধ্যে প্রবাসীদের নিজ নিজ এলাকার সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে আবেদন করতে হবে।
মূলত ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২’ এর ২৭ অনুচ্ছেদ অনুসারে জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ডাকযোগে পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজ নির্বাচনী এলাকায় ভোটাধিকার প্রয়োগের বিধান রয়েছে।
আগ্রহী প্রবাসীরা তফসিল ঘোষণার দিন থেকে ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে আবেদন সম্পন্ন করবেন। এরপর ‘নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮’ অনুসরণ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটের ‘নির্বাচনী আইন’ ট্যাবে এই সংক্রান্ত বিধিমালার বিস্তারিত পাওয়া যাচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post