দুবাই মার্কেন্টাইল এক্সচেঞ্জ (ডিএমই) জানিয়েছে যে, বৃহস্পতিবার (২০-আগস্ট) ওমানের অপরিশোধিত তেলের দাম (অক্টোবর ডেলিভারি ২০২০) ৪৪.৪৯ মার্কিন ডলারে পৌঁছেছে। ডিএমই বিবৃতিতে বলা হয়েছে যে, ওমানের তেলের দাম গত বুধবার থেকে ১৮ সেন্ট বেড়েছে। গত বুধবার দেশটির অপরিশোধিত তেলের দাম ছিলো ৪৪.৩১ মার্কিন ডলার। ওমানের তেলের গড় মূল্য স্থিতিশীল হয়ে দাঁড়িয়েছে ৪৩.৬২ মার্কিন ডলারে। যা গতমাসের চেয়ে ব্যারেল প্রতি দাম বেড়েছে ২.০৩ মার্কিন ডলার।
আরো পড়ুনঃ ওমানের মন্ত্রীসভায় ব্যাপক রদবদল
এক ক্লিকে দেখুন ওমানের সব শীর্ষ সংবাদ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post