ভীষণ ২০৪০ লক্ষ পূরণে ওমানের মন্ত্রীসভায় ব্যাপক রদবদল এনেছে দেশটির সুলতান হাইথাম বিন তারেক। সম্প্রতি এক রয়্যাল ডিক্রির মাধ্যমে ওমানে নতুন মজলিস আশ শূরা কমিটির ঘোষণা দেন তিনি। শূরার প্রশাসনিক পুনর্গঠনে দেশটির সুলতানের এমন সিদ্ধান্তের প্রশংসা করেছেন মজলিস আশ-শূরা। বৃহস্পতিবার (২০-আগস্ট) মজলিস শূরা এক বিবৃতিতে জানিয়েছে যে, রয়্যাল ডিক্রির মাধ্যমে প্রশাসনিক ব্যবস্থায় আরো উন্নত করা সম্ভব এবং ওমানি নাগরিকদের দেশের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার সাথে কাজে লাগানো সম্ভব।
আরো পড়ুনঃ কর্ম ব্যস্ততা ফিরছে মাস্কাট এয়ারপোর্টে
বিবৃতিতে আরো বলা হয় যে, নতুন এই ডিক্রির কারণে ওমান ভীষণ ২০৪০’র উদ্দেশ্যগুলিকে সফল করা সহজ হবে। নতুন মন্ত্রীসভার মাধ্যমে ওমানের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন নতুন মজলিসে শূরার সদস্যরা। মজলিশ আশুরার সদস্যদের ওমানের প্রশাসনিক ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার জন্য সুলতানের প্রতি গভীর প্রশংসা জানানো হয়। ওমানের নবজাগরণের পদযাত্রায় অবদান রাখতে ও নিজেদের মধ্যে পারস্পরিক দক্ষতা বাড়াতে কাজ করবে মজলিস শুরা। এছাড়াও দেশটিতে মহিলা মন্ত্রী ও কর্মকর্তা নিয়োগের জন্য রয়্যাল ডিক্রিগুলির প্রশংসা করেছে মজলিশ শূরা। নিম্নে নতুন মন্ত্রীসভার তালিকা দেওয়া হইলোঃ
আরো পড়ুনঃ ওমান প্রবাসীদের জন্য সু খবর
আরো পড়ুনঃ ওমানে অপহরণের অভিযোগে ৫ প্রবাসী গ্রেফতার
সুত্রঃ ওমান ডেইলি
আরো দেখুনঃ বৃহস্পতিবারের বুলেটিন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post