মহামারী করোনা বিষয়ে ভ্রমণকারীদের বিমানবন্দরের ভিতর স্বাস্থ্য সুরক্ষা তথ্য দিবে এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল (এসিআই) তৈরি চেক অ্যান্ড ফ্লাই নামে একটি মোবাইল অ্যাপ। এসিআই’র তৈরি এমন যুগান্তকারী অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের বিমানবন্দরগুলিতে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা তথ্য সরবরাহ করবে বলে জানানো হয়েছে।
করোনা মহামারিতে ভ্রমণ বিধিনিষেধ থেকে শুরু করে করোনার বিভিন্ন স্বাস্থ্য-সম্পর্কিত তথ্য সরবরাহ করবে এই অ্যাপটি। নতুন অ্যাপটি বিমানবন্দরে যাত্রীদের সাথে সরাসরি যোগাযোগ করার নতুন একটি মাধ্যম হিসেবে কাজ করবে। করোনা মহামারিতে ভ্রমণের পরিকল্পনা করার সময় কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে তা জানিয়ে দিবে এই নতুন অ্যাপ।
আরো পড়ুনঃ কর্ম ব্যস্ততা ফিরছে মাস্কাট এয়ারপোর্টে
অ্যাপটি এসিআইয়ের স্বাস্থ্য স্বীকৃতি প্রোগ্রামগুলো যাত্রীদের জানানোর ব্যবস্থা করে তুলবে। কাউন্সিল এভিয়েশন রিকভারি টাস্ক ফোর্সের (সিআরটি) সুপারিশ অনুসারে নতুন এই অ্যাপে করোনাকালে যাত্রীদের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরবে। একইসাথে ইএএসএ ও ইসিডিসি এভিয়েশন স্বাস্থ্য সুরক্ষা প্রোটোকল ও এসিআইয়ের গাইডলাইনগুলির সাথে সামঞ্জস্য রেখে বিমানবন্দরের ভ্রমণকারীদের স্বাস্থ্য-সুরক্ষা তথ্য প্রদান করবে। চেক অ্যান্ড ফ্লাই অ্যাপটি বর্তমানে অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে হবে ভ্রমণকারীদের।
এসিআই ওয়ার্ল্ডের মহাপরিচালক লুইস জানান, “বিমানে ভ্রমণকারীদের স্বাস্থ্য সুরক্ষায় ও করোনাকালে যাত্রীদের ভ্রমণে সাহায্য করবে চেক অ্যান্ড ফ্লাই অ্যাপটি। যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় চালু হওয়া এই অ্যাপটির মাধ্যমে সরাসরি যোগাযোগ করার সুযোগ পাবে যাত্রীরা।
আরো পড়ুনঃ ওমানে অপহরণের অভিযোগে ৫ প্রবাসী গ্রেফতার
এভিয়েশন কমিউনিটি প্রস্তাবিত ইনফরমেশন সার্ভিসেস (এসিআরআইএস) স্ট্যান্ডার্ডের ভিত্তিতে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের (এপিআই) মাধ্যমে এই নতুন অ্যাপটি তৈরি করা হয়েছে। এই অ্যাপটির প্রধান কাজ হবে বিমানবন্দরগুলিতে যাত্রীদের স্বাস্থ্য-সুরক্ষা তথ্য প্রদান করা। একই সাথে স্বাস্থ্য বিষয়ে যাত্রীরা এই অ্যাপের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারবে। যার ফলে ভ্রমণকারীরা এই অবস্থায় ভালো প্রস্তুতি নিতে পারবে।
আরো দেখুনঃ প্রবাস টাইম বুলেটিন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post