ওমানের অর্থ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে যে, আগামী ২১ আগস্ট (শুক্রবার) আরবি নববর্ষের প্রথম দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। মন্ত্রণালয়ের জারি করা বিবৃতি অনুসারে, বৃহস্পতিবার (২০-আগস্ট) মুহররমের চাঁদ দেখা গিয়েছে। তাই শুক্রবার ২১ শে আগস্ট মহরমের প্রথম দিন।
আরো পড়ুনঃ কর্ম ব্যস্ততা ফিরছে মাস্কাট এয়ারপোর্টে
ওমানের দিওয়ান রয়্যাল কোর্টের জারি করা সিদ্ধান্ত অনুযায়ী, নতুন হিজরি বছর উপলক্ষে রবিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী রবিবার ( ২৩-আগস্ট) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ওইদিন দেশটির সকল অফিস আদালত বন্ধ থাকবে।ওইদিন ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও বন্ধ থাকবে বলে প্রবাস টাইমকে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ গোলাম সারোয়ার। এদিকে নতুন আরবি নববর্ষ উপলক্ষে ওমানের সুলতানের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিশ্বের বিভিন্ন আরব ও মুসলিম দেশের নেতারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post