যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সূর্যাস্তের সময় আকাশে অদ্ভুত দৃশ্য দেখা গেল। আকাশের রং নীল, লাল, কমলা, হলুদ, সবুজ, এমনকি সাদাও হয়ে উঠল। এ দৃশ্য দেখে অনেকেই অবাক হয়ে গেলেন। কেউ কেউ বলছেন, এটি কারিগরি ত্রুটি। আবার কেউ বলছেন, প্রাকৃতিকভাবেই এটি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, সূর্যাস্তের সময় দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে আকাশ। এর এক পাশ লাল ও হলুদ রোদের আভা। আর অপর পাশটি অন্ধকার।
https://twitter.com/ronin19217435/status/1724161305731281111?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1724161305731281111%7Ctwgr%5E4a20d281cb60dc7e6c33a428019ba5f4b76c66de%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-15272593511540455200.ampproject.net%2F2310301456000%2Fframe.html
ভিডিওটিতে এক এক্স ব্যবহারকারী লেখেন, দেখে মনে হচ্ছে সফটওয়্যার ত্রুটি। আরেকজন লেখেন, এর আগেও এমন আকাশ দেখেছি। কেন এমন হয় তা কাছে কখনোই বোধগম্য না।
আরেকজন ব্যবহারকারী লেখেন, ‘সবকিছুর মধ্যেই সৌন্দর্য দেখাতে পারেন ঈশ্বর। শিল্প ঈশ্বরের সৌন্দর্য প্রকাশ করে।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post