দূরের গন্তব্যে পৌঁছাতে হালের জনপ্রিয় বাহন বিমান। বর্তমানে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই বিমানে রাখা আছে। এরমধ্যে অন্যতম এবং প্রয়োজনীয় ব্যবস্থা শৌচাগার। কিন্তু প্রশ্ন হলো, যাত্রীরা মাঝ আকাশে মল ত্যাগ করলে সেই বর্জ্য যায় কোথায়? অনেক সময়ই বলা হয়, প্লেনের বর্জ্য পৃথিবীতে নেমে আসে। এমন কিছু সত্যিই হলে হয়তো আমাদের বাইরে বের হওয়াই মুসকিল হয়ে পড়তো।
দাবিটি আসলে সত্য নয়। কোনোভাবেই চলন্ত বিমান থেকে বর্জ্য মাটিতে পড়তে পারে না। সাধারণত প্লেনে প্রায় ২০০ গ্যালন ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাংক থাকে, যাতে বর্জ্য জমা হয়। মূলত বিমানে থাকে ‘ভ্যাকুয়াম টয়লেট’ যা পানি ও বর্জ্যকে পৃথক করে ফেলতে পারে। তারপর সেই নোংরা পানি ও বর্জ্য পৃথক পৃথক ট্যাংকে জমা হয়। এই বিশেষ ট্যাংক সাধারণত প্লেনের পেছনের দিকে থাকে। সেখানেই যাবতীয় বর্জ্য জমা হয়।
সেই বিমান কোনো বিমানবন্দরে অবতরণ করলেই বড় ট্রাক এসে মেশিনের সাহায্যে ওই ট্যাংক থেকে বর্জ্য নিষ্কাশন করে নেয়। এর ফলে প্লেন আবার হালকা হয়ে উড়ে যেতে পারে। অতএব ভয়ের কারণ নেই, বিমান উড়ে যাওয়া দেখে পথচারীদের বাড়তি সতর্ক না হলেও চলবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post