কিছু প্রবাসী বাংলাদেশি এবং সাংবাদিক দেশ ধ্বংসের প্রয়াসে নেমেছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিদিন যুক্তরাষ্ট্রের মন্তব্য করার পেছনে দেশটিতে অবস্থানরত এই প্রবাসী বাংলাদেশি নাগরিক এবং কয়েকজন প্রবাসী সাংবাদিককে তিনি দায়ী করেন। শুক্রবার ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী ইন্টারন্যাশনাল চ্যারিটি বাজারের উদ্বোধন শেষে মন্ত্রী এ অভিযোগ করেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ নিয়ে আমেরিকার প্রতিদিন একটি বক্তব্য থাকে। তার কারণ, আমাদের প্রবাসী বাঙালিরা। তারা তাদের ত্যক্ত করে। তারা তাদের জোর করে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে ইনভলভ করার চেষ্টা করে। আমেরিকা বলেছে, তারা বাংলাদেশে কোনো দলকে সমর্থন করে না। সব দলই তাদের কাছে সমান। তারপরও এই বাঙালি সাংবাদিকরা জোর করে টেনে তাদের আমাদের এই ডমেস্টিক ইস্যুতে ইনভলভ করার চেষ্টা করে। এটা দুঃখজনক। খুবই দুঃখজনক যে আমাদের লোকেরাই আমাদের দেশকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটা আপনার আমার সবার। আজকে আওয়ামী লীগ সরকার আছে কালকে নাও থাকতে পারে। কিন্তু দেশ তো আপনার। সরকারের বিরোধিতা করে দেশটাকে ধ্বংস করার প্রয়াস থেকে সবার দূর হয়ে আসা উচিত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post