নির্বাচিত হওয়ার পরেই ভারতীয় সেনাদের দেশ থেকে তাড়ানোর কথা জানিয়েছিলেন মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহামেদ মইজ্জু। ক্ষমতায় আসার পর আবারও দেশ থেকে বিদেশি সেনাদের বের করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তিনি। গতকাল শুক্রবার একটি উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে এ প্রতিশ্রুতি দেন চীনপন্থী মালদ্বীপের প্রেসিডেন্ট মইজ্জু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রোগ্রেসিভ পার্টি অব দ্য মালদ্বীপের (পিপিএম) নেতা মুইজ্জু বলেন, ‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের রেখা স্পষ্টভাবে আঁকা হবে। বিদেশী সামরিক উপস্থিতি অপসারণ করা হবে।’
‘আমি বিদেশি দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব রাখব। কাছের ও দূরের দেশগুলোর সঙ্গে কোনো দূরত্ব তৈরি করব না।’ আঞ্চলিক পরাশক্তি চীন ও ভারত উভয়েই মালদ্বীপে প্রভাব বিস্তার করতে চেয়েছে। নির্বাচনে মুইজ্জু মালদ্বীভিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) ভারতপন্থী নেতা সলিহকে পরাজিত করেছেন।
সলিহ’র বাণিজ্য নীতির তীব্র সমালোচনা করেছিলেন মুইজ্জু। নির্বাচিত হলে চীনের সঙ্গে বৃহত্তর অর্থনৈতিক সম্পর্ক স্থাপনেরও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। বিশ্লেষকরা বলেছেন, মুইজ্জুর ক্ষমতায় যাওয়ায় এই অঞ্চলে ধাক্কা খেতে হতে পারে ভারতকে।
মালদ্বীপে ভারতের ৭৫ সেনা সদস্য রয়েছে। দেশটির জনসংখ্যা প্রায় ৫ লাখ ২১ হাজার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post