অবশেষে প্রবাস টাইমের উদ্যোগে এবং বাংলাদেশ দূতাবাস ওমানের সহযোগিতায় দেশে ফিরলেন ওমানের মাস্কাট আন্তর্জাতিক এয়ারপোর্টে আটকে পড়া দুই শতাধিক বাংলাদেশী প্রবাসী। বাংলাদেশ সময় ভোর ৫টায় ওমান এয়ারের বিশেষ ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রবাস টাইমের পক্ষথেকে এয়ারপোর্টে সরেজমিনে যেয়ে দেখা যায়, ভোর ৫টায় ফ্লাইট ল্যান্ড করলেও যাত্রীদের বের হতে ৬-৩০ মিনিট পর্যন্ত সময় লেগে যায়। প্রবাসীদের রিসিভ করতে তাদের অনেক আত্নিয় স্বজন গতকাল থেকেই এয়ারপোর্টে অপেক্ষা করছেন।
ওমান থেকে দেশে ফিরেছেন এমন একাধিক যাত্রী প্রবাস টাইমকে জানিয়েছেন যে, তারা সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করে গতকাল (১৯-আগস্ট) সকাল ৭টায় মাস্কাট এয়ারপোর্টে আসেন দেশে আসার উদ্দেশ্যে। যেহেতু দুপুর ১২ টায় ওমান এয়ারের ফ্লাইট ছিলো, সুতরাং তাদেরকে রিসিভ করার জন্য এদিকে ঢাকা এয়ারপোর্টে তাদের আত্নিয়স্বজন অপেক্ষা করতেছিলেন। হঠাত কোনো নোটিশ ছাড়াই মাস্কাট এয়ারপোর্ট থেকে ওমান এয়ারের ফ্লাইট বাতিল বলে যাত্রীদের জানিয়ে দেয় ওমান এয়ার। এমতাবস্থায় চরম দুর্ভোগে পরেন প্রায় দুই শতাধিক বাংলাদেশী প্রবাসী।
পরে তাদের বিষয়টি নিয়ে তাৎক্ষনিক প্রবাস টাইম মাস্কাট এয়ারপোর্ট থেকে সরাসরি লাইভ সম্প্রচার করে এবং প্রবাস টাইমের মাধ্যমে ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ গোলাম সারোয়ার এর সাথে যোগাযোগ করা হয়। রাষ্ট্রদূত তাৎক্ষনিক ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে ওমান এয়ারের বাতিল হওয়া সেই ফ্লাইট একই দিন বুধবার রাত ৯.৪৫ মিনিটে কনফার্ম করেন।
রাষ্ট্রদূত প্রবাস টাইমে বলেন, “সমস্যাটি ওমান এয়ারের ভুলের কারণে হয়েছে। আমরা ঢাকায় পররাষ্ট্র মন্ত্রনালয়, সিভিল অ্যাভিয়েশন এবং মাস্কাটে ওমান এয়ারের সাথে সমন্বয়ের মাধ্যমে বিষয়টি সমাধান করেছি, দূতাবাসের প্রচেষ্টার মাধ্যমে বুধবার (১৯-আগস্ট) রাত ৯:৪৫ এ মাস্কাট থেকে ওমান এয়ারের ফ্লাইট টি ছেড়ে যাবে ইনশাআল্লাহ।”
এদিকে ওমান এয়ারের অনিশ্চিত ফ্লাইটকে দূতাবাসের মাধ্যমে নিশ্চিত করে পুনরায় তাদের ফ্লাইট কনফার্ম করে দেশে আসার সুযোগ প্রদান করায় ভীষণ খুশি আটকে পড়া প্রবাসীরা। ঢাকা এয়ারপোর্ট থেকে বের হয়ে একাধিক ওমান প্রবাসী জানিয়েছেন যে, আমরা দেশ থেকে গরু বিক্রি করে এরপর টিকিটের টাকা দিয়েছি। ২১৫ রিয়াল দিয়ে টিকেট করে এবং ৪৮রিয়াল দিয়ে কোভিড টেস্ট করে যখন মাস্কাট এয়ারপোর্টে এসে শুনি ফ্লাইট বাতিল, তখন মানুষিক ভাবে সম্পূর্ণ ভেঙ্গে পড়েছিলাম। পরবর্তীতে আমাদেরকে আল সাফার ট্রাভেল এজেন্সির মালিক শেখ ফাহাদ মাস্কাট এয়ারপোর্টে এসে আমাদের সান্ত্বনা দিলে কিছুটা সাহস পাই। এরপর যখন প্রবাস টাইম থেকে কিছুক্ষণ পরপর আমাদের আপডেট দেওয়া হচ্ছিলো, তখন আরেকটু সাহস পাই।
https://www.facebook.com/ProbashTime2/videos/1727829090706660/?modal=admin_todo_tour
এভাবে যখন বিকেলে প্রবাস টাইম থেকে শুনতে পারি যে রাত ৯-৪৫ মিনিটে ফ্লাইট কনফার্ম, তখন সারাদিনের সব কষ্ট ভুলে যাই! আমরা সকাল ৭টায় মাস্কাট থেকে ৩কিমি দূর থেকে জালান বু আলি নামক স্থান থেকে দেশে যাওয়ার উদ্দেশ্যে মাস্কাট এয়ারপোর্টে আসি। যেহেতু একেবারেই দেশে চলে যাবো, সুতরাং আমাদের থালা বাটি পর্যন্ত বিক্রি করে দিয়েছিলাম। সকাল থেকে সারাদিন না খেয়েই এয়ারপোর্টে ছিলাম, তবে খুব বেশি চিন্তায় পরে গেছিলাম এই ভেবে যে, এখন আমরা থাকবো কোথায় এবং খাবো কি? যেহেতু দেশে যাবো বলে সবকিছুই বিক্রি করে দিয়েছি। যাইহোক অবশেষে ফ্লাইট কনফার্ম হয়েছে যেনে ঈদের দিনের চেয়ে বেশি খুশি অনুভব করছি আমরা। আমাদেরকে দেশে ফেরত আনার জন্য প্রবাস টাইম, বাংলাদেশ দূতাবাস ওমান এবং আল সাফার ট্রাভেল এজেন্সিকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ তাদের জন্যই আমরা দেশে আসতে পেরেছি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post