বিমানকেও আটকাতে পারে মাকড়সার জাল কি অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা কেনো না সাম্প্রতি এমনই এক তথ্য দিয়েছে জাপানের একদল বিজ্ঞানী। মাকড়সা নিজের শরীর থেকে রেশমের মতো সুতো বার করে বিভিন্ন নকশার জাল তৈরি করে। জানেন কি, মাকরশার বোনা এই জাল শক্তিতে স্টিল-কেও হার মানায়! এমনকি পিছনে ফেলে দেয় কেভলার-কেও, যা মানুষের তৈরি সব থেকে শক্ত পলিমার।
মাকড়সার শরীরের নির্দিষ্ট গ্রন্থি থেকে উৎপাদিত হয় স্পিডরয়নস নামক প্রোটিন, যা মাকরশার দেহ থেকে বার হওয়ার পর নানা পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। এটি এতটাই শক্তিশালী হয় যে প্লেনকেও আটকে দিতে পারে।
মাকড়সা জাল বানায় খাবার ধরার জন্য। জালে পোকামাকড় আটকে পড়ে আর মাকড়সা তা ধরে খায়। বিজ্ঞানীরা দীর্ঘ সময় ধরে মাকরশার জাল নিয়ে নানা পরীক্ষা-নীরিক্ষা করেছেন। জাপানের Riken Center for Sustainable Resource Science-এর স্ট্রাকচারাল বায়োলজিস্ট ও বায়োকেমিস্ট আলি মলয় ও তাঁর গবেষক দল জানান, স্পিডরয়নস প্রোটিনগুলিকে প্রথমে রেশম গ্রন্থির মধ্যে আবৃত জলযুক্ত বাফার থেকে নিজেদের আলাদা করতে হয়। বিমানকেও আটকা দিতে পারে মাকড়সার জাল।
পরবর্তীকালে অ্যাসিডের সংস্পর্শে এসে প্রোটিনগুলি একে অপরের সঙ্গে ইনটারলক করে যায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post