ওমানের শ্রম মন্ত্রণালয় বলেছে যে, ২০২৩ সালের পর্যন্ত ৩০,৪৬৪ টি নতুন কাজের সুযোগ তৈরি হয়েছে, যা এই সময়ের জন্য লক্ষ্য করা মোট কর্মসংস্থানের সুযোগের ৮৭ শতাংশ। সামগ্রিকভাবে বলা যাই ৫৭,১৫৩টি কাজের সুযোগ তৈরি হয়েছে যার মধ্যে ২৬,৬৮৯ জন পূর্বে নিযুক্ত ছিল।
পরিসংখ্যানে দেখা যাই, নিয়োগ/প্রতিস্থাপন পরিকল্পনায় অন্তর্ভুক্ত ব্যক্তিদের কর্মসংস্থান অনুযায়ী পরিকল্পনা মত নিয়োগ করেছে। সরকারি খাতের জন্য, মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ১০,০০০ এর লক্ষ্যমাত্রা অতিক্রম করে ১৩,০৫০ জন নিয়োগ দিয়েছে।
অন্যদিকে, মন্ত্রণালয় বেসরকারি খাতে ১৬,০০০ লক্ষ্যমাত্রার বিপরীতে ১১,১৬৫ জনকে নিয়োগ দিয়েছে। সরকারি খাতে চাকরিকালীন প্রশিক্ষণের জন্য, মন্ত্রণালয় ২,০০০টি শূন্যপদ নির্ধারণ করেছে, যার মধ্যে ১,৪৬১ টি শূন্যপদে নিয়োগ দেওয়া হয়েছে। বেসরকারি খাতে, লক্ষ্যমাত্রার সংখ্যা ৭ হাজার ছুঁয়েছে, যার মধ্যে ১৬১৪ টি নিজস্ব-কর্মসংস্থানের ক্ষেত্র।
শ্রম মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যে, প্রতিটি সরকারী ও বেসরকারী খাতে কর্মসংস্থানের সুযোগ আরও বৃদ্ধিতে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post