একজন বাংলাদেশি নাগরিক হিসেবে প্রায় ৪০টি দেশে আপনি যেতে পারবেন আগে থেকে ভিসা না নিয়েই। এর মধ্যে রয়েছে আমেরিকার ১টি, আফ্রিকার ১৫টি, ক্যারিবীয় অঞ্চলের ১১টি, ওশেনিয়ার ৭টি এবং এশিয়ার ৬টি দেশ। সেখানে ঘুরতে যেতে কোনো রকম ভোগান্তি পোহাতে হবে না বাংলাদেশিকে। আসুন একনজরে জেনে নিই বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ঘুরে আসা যাবে এশিয়ার ছয়টি দেশের নাম।
ভুটান : প্রাকৃতিক সৌন্দর্যের লীলাক্ষেত্র ভুটান ঘুরে আসতে পারেন বিমানে চড়ে। সে দেশে ৪ থেকে ৫ দিন থাকতে জনপ্রতি খরচ হবে মাত্র ২৮ হাজার টাকা। পাহাড়ের দেশ ভুটানের দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে থিম্পু রাজপ্রাসাদ, টাইগারস নেস্ট মনাস্ট্রি, পুনাখা, থিম্পু, ফুন্টশোলিং শহর ইত্যাদি।
কম্বোডিয়া : বাংলাদেশ থেকে কম্বোডিয়া যেতে সরাসরি কোনো ফ্লাইট নেই। তাই মালয়েশিয়া বা থাইল্যান্ড ট্রানজিট করে কম্বোডিয়া যেতে পারেন। ট্রানজিট ফ্লাইটের জন্য থাইল্যান্ড বা মালয়েশিয়ার কোনো ভিসা লাগে না। তাই মালয়েশিয়া বা থাইল্যান্ড এবং কম্বোডিয়া একসঙ্গেই ঘুরতে পারেন। এখানে দেশীয় মুদ্রা রিয়ালের পাশাপাশি ডলার চলে। ৬ থেকে ৮ ডলার খরচ করলেই পেপুরে খেতে পারবেন আপনি। তবে এখানে বাঙালি বা বাংলাদেশি ফুড একেবারে নেই বললেই চলে। জনপ্রতি ৩৫ থেকে ৫০ হাজার খরচ করে এখানে ২ দিন থেকে ঘুরতে পারবেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি শান্তিপ্রিয় দেশ কম্বোডিয়ার দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে নাইট মার্কেট, আংকর মন্দির, খেমারদের জাতীয় সম্পদ ইত্যাদি।
মালদ্বীপ : মালদ্বীপে ঘুরে আসতে পারেন বিমানে চড়ে। আসা-যাওয়ার বিমান ভাড়ার খরচসহ সে দেশে ২ দিন হোটেলে থাকতে জনপ্রতি খরচ হবে মাত্র ৭০ থেকে ৮০ হাজার টাকা। তবে খরচ বাঁচাতে বিভিন্ন সংস্থার প্যাকেজে গেলে ২ রাত ৩ দিনের খরচ পড়বে জনপ্রতি ৪৫ হাজার টাকা। দ্বীপরাষ্ট্র মালদ্বীপের দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে-মাফুশি দ্বীপ, কৃত্রিম সৈকত, রাজধানী মালে শহর, ওয়াটার স্পট ইত্যাদি।
নেপাল : বাংলাদেশের সনামধন্য সার্ভিস ব্যবস্থা শ্যামলী পরিবহন বাসটিতে ৩০ ঘণ্টার জার্নিতে হিমালয়ের দেশ নেপালে পৌঁছতে পারেন। জনপ্রতি মাত্র ৩ হাজার টাকা বাস ভাড়া দিয়েই নেপালে পৌঁছতে পারেন। সেখানে ৭ দিন হোটেলে থেকে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখতে জনপ্রতি খরচ পড়বে প্রায় ৫০ হাজার টাকা। হিমালয়-কন্যা নেপালের দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে-কাঠমান্ডু, প্রাচীর ঘেরা শহর লো মানথাং, অরুণ ভ্যালি, লুম্বিনি, নাগরকোট ইত্যাদি।
শ্রীলঙ্কা : প্রায় ২ হাজার বছরের প্রাচীন সভ্যতার অধিকারী শ্রীলঙ্কাকে বিশ^ ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে ইউনেসকো। দেশটিতে যেতে এবং হোটেলে থাকা-খাওয়াসহ জনপ্রতি খরচ পড়বে ১ লাখ ২০ হাজার টাকার মতো। নেপালের দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে ডাম্বুলা মন্দির, এডামস পিক, অনুরাধাপুর, কলম্বো, ক্যান্ডি ইত্যাদি।
পূর্ব তিমুর : দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র পূর্ব তিমুর। খ্রিস্টানপ্রধান এ দেশটি একবিংশ শতাব্দীর প্রথম দিকে স্বাধীন দেশ। পূর্ব তিমুরে ঘুরে আসতে পারেন বিমানে চড়ে। আসা-যাওয়ার জনপ্রতি খরচ হবে ১ লাখ ৩০ হাজার টাকা। সে দেশে ৯ দিন হোটেলে (সকালের নাশতাসহ) থাকতে জনপ্রতি খরচ হবে মাত্র ৭২ হাজার টাকা। দুপুর ও রাতের খাবার যোগ করলে এ খরচ আরও বাড়বে। দেশটির দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে রাজধানী শহর ডিলি, আরিয়া ব্রাঙ্কা বিচ, তাইস মার্কেট, জ্যাকো দ্বীপ, বেলোই সৈকত ইত্যাদি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post