মালয়েশিয়ার জোহর রাজ্যের একটি রাস্তায় দুই বাংলাদেশি ট্রাফিক সিগন্যাল না মেনে রাস্তা পারাপার হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবারের পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায়, জোহর রাজ্যের বাতু পাহাতের একটি রাস্তায় দুইজন বাংলাদেশি রাস্তা অতিক্রম করার জন্য ট্রাফিক লাইটের সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ সবুজ বাতি জ্বলার পর গাড়ি চলাচল শুরু করলে সঙ্গে তারাও চলতে শুরু করেন।
বড় দুর্ঘটনা না ঘটলেও বাংলাদেশিদের এমন রাস্তা পারাপার দেখে স্থানীয়রা বিস্মিত হয়েছেন। অনেকে বলছেন, রাস্তা পার হওয়ার জন্য ফুট ওভারব্রিজ অথবা জেব্রাক্রসিং ব্যবহার করতে হবে কিনা সেটিই তারা জানেন না। কেউ আবার বলছেন, এই বাংলাদেশিরা কি মনে করে এটি তাদের দেশের আইন? নাকি গাড়িগুলো তার কেনা যে তারা যা বলবে গাড়ি তাই শুনবে?
এ বিষয়ে প্রবাসী কমিউনিটির নেতারা বলছেন, এ সমস্যাটি মালয়েশিয়ায় আসা বাংলাদেশির মধ্যে প্রায়ই দেখা যায়। বিশেষ করে নতুন করে যারা কলিং ভিসায় দেশটিতে আসছেন তাদের ভেতর এই প্রবণতা বেশি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post