ওমানের নাগরিক এবং প্রবাসী সবার জন্যই চিকিৎসা সেবা পাওয়ার অধিকার রয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। রবিবার (১৬-আগস্ট) ইয়েমেনের এক শিশুকে ওষুধ দেওয়ায় অস্বীকার করার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ পাওয়ার পরপরই ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় এই বিবৃতি জারি করেছে। মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, কোনো রকম বৈষম্য বা পক্ষপাতিত্ব ছাড়াই ওমানের সকল রোগীদের ওষুধ সম্পূর্ণরূপে সরবরাহ করা হয়। দেশটিতে বসবাসরত সকল নাগরিকদের চিকিৎসা সেবা পাওয়ার অধিকার রয়েছে।
আরো পড়ুনঃ ওমানে ভিক্ষা করলে এক বছরের জেল
দেশটির সকল স্বাস্থ্য কর্মীদের উদ্দেশ্যে বিবৃতিতে জানানো হয় যে, চিকিৎসাসেবা দেওয়া সকল স্বাস্থ্য কর্মীদের নৈতিক, পেশাদার ও আইনি দায়িত্ব। আমরা সকলেই চিকিৎসাসেবা দিতে প্রতিশ্রুতি-বদ্ধ। বিবৃতি আরও বলা হয়েছে যে, ওমানের প্রতিটি নাগরিক ও প্রবাসীদের ওমানের আইন অনুসারে চিকিৎসাসেবা পাওয়ার অধিকার রয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, একটি পেশাদার চিকিৎসকের নৈতিক দায়িত্ব হচ্ছে যেকোনো মূল্যে রোগীর জীবন বাঁচানোর চেষ্টা করা ও তার স্বাস্থ্য-সুরক্ষার দিকে নজর বাড়ানো।
আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে যারা ওমান যেতে পারবেন
ইয়েমেনের বিষয়ে মন্ত্রণালয় আরো জানিয়েছে যে, তাদের ব্যয়ের বিষয় কোনো কারণ নয়, মূলত ইয়েমেনিদের ওষুধ সরবরাহ করা থেকে বিরত রাখা হয়েছে। যে কারণে দেশটিতে অনেক ইয়েমেনি শিশু চিকিৎসা সঠিকভাবে পাচ্ছে না। সুত্রঃ ওমান ডেইলি
আরো দেখুনঃ ওমান থেকে এবং দেশ থেকে যারা বিশেষ ফ্লাইটের টিকেট পাবেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post