রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ছিনতাইকারী ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (২৮) নামে এক সৌদি প্রবাসী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তার বোন জান্নাত এবং বোনজামাতা আবু তাহেরও আহত হয়েছেন। বুধবার (১৫ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
আহত আনোয়ার হোসেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শিবপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে। আহতের ভাই মাসুম জানান, প্রায় ৫ বছর সৌদি প্রবাসী থাকার পর বিয়ে করার জন্য আজ ভোররাতে আমার ভাই দেশে আসে। তাকে রিসিভ করার জন্য আমার বোন জামাই এবং বোন এয়ারপোর্টে যান।
এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটি মাইক্রোবাস ভাড়া করে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হন তারা। এ সময় ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় এলে একটি প্রাইভেট কার তাদের মাইক্রোবাসের গতিরোধ করে।
প্রাইভেট কার থেকে ৬-৭ জন নেমে পরিচয় দেয় তারা গোয়েন্দা সংস্থার লোক। এরপর ধারালো অস্ত্র বের করে ছিনতাইকারীরা আমার ভাইয়ের সঙ্গে থাকা টাকা-পয়সা কী আছে তা জানতে চায় এবং তা তাদের দিয়ে দিতে বলে। এসময় ছিনতাইকারীরা আমার ভাই, বোন ও বোনজামাতাকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।
মাসুম আরও জানান, ছিনতাইকারীরা আমার সৌদি প্রবাসী ভাইয়ের কাছে থাকা নগদ ১৮ হাজার রিয়াল, তিন ভরি স্বর্ণালংকার ও নতুন একটি মোবাইল নিয়ে যায়। পরে ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। আমার বোনজমাতার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আমার ভাই ও বোনের চিকিৎসা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, “বুধবার (১৫ নভেম্বর) সকালের দিকে তিনজন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে আসে। তাদের একজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজন আমাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন”। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা–পুলিশকে জানিয়েছি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post