প্রবাসী বাংলাদেশিদের উৎপাদিত সবজিতে সয়লাব হয়ে গেছে কুয়েতের বাজার। মিলছে লাউ, শিম, ঢেড়শ, বেগুন ও পুইশাকসহ নানা ধরনের শাক-সবজি। এতে কুয়েতিদের পাশাপাশি বাংলাদেশিদেরাও আকৃষ্ট হচ্ছেন।
দেশি শাক-সবজির চাহিদা মেটাতে একসময় সম্পূর্ণ আমদানিনির্ভর ছিল কুয়েত। তবে বর্তমানে উত্তপ্ত গরম এবং তীব্র শীতের বৈরী আবহাওয়াতেও সবজি চাষে সফলতা পাচ্ছেন কৃষি খাতের বাংলাদেশি শ্রমিকরা। তাদের উৎপাদিত সবজিই এখন কুয়েতের বিভিন্ন বাজারে পাওয়া যাচ্ছে।
এদিকে বাংলাদেশ থেকে আমদানীকৃত সবজির থেকে স্থানীয়ভাবে উৎপাদিত সবজি অনেক কম দামে পেয়ে সন্তুষ্ট প্রবাসী ক্রেতারাও। জানা যায়, স্থানীয় নাগরিকের কাছ থেকে মরুভূমি লিজ নিয়ে কৃষি ফার্ম গড়ে তুলেছেন অনেক বাংলাদেশি। নিজ মেধা আর শ্রম দিয়ে কৃষি খামার গড়ে সফলতাও পেয়েছেন অনেকে।
অন্যদেশের তুলনায় বাংলাদেশের সবজির চাহিদা এবং উৎপাদন ভালো হওয়ায় অনেক প্রবাসীই এখন দেশীয় সবজি উৎপাদনে ঝুঁকছেন। তবে এই খাতে বিপ্লব ঘটাতে আরও দক্ষ শ্রমিকের প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post