অবতরণের সময় বিমানবন্দরের রানওয়ে মিস করে একটি ছোট প্রপেলার প্লেন। পরে রানওয়ে ছেড়ে পার্শ্ববর্তী এক রাস্তায় গাড়ির সঙ্গে ধাক্কা খায় বিমানটি। এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে।
বিবিসি জানিয়েছে, ওই বিমানটি টেক্সাস বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু সেটি পার্শ্ববর্তী রাস্তায় গিয়ে আছড়ে পড়ে।
এ ঘটনার একটি ভিডিও ধারণ করেছেন জ্যাক স্নেইডার নামে একজন পথচারী। ভিডিওতে দেখা যায়, জরুরি অবতরণের সময় একটি বেড়া ভেদ করে রাস্তায় চলে আসে বিমানটি। স্থানীয় ডব্লিউএফএএ-টিভিকে শনিবার (১১ নভেম্বর) স্নেইডার বলেন, আমি দেখতে পেলাম বিমানটি খুব দ্রুত রানওয়েতে নামছে। আমি বুঝতে পারি যে, এটা রানওয়েতে থামবে না।
‘বিমানটি স্পষ্টভাবে খুব দ্রুত যাচ্ছিল। কেননা বিমানের টায়ারে ধোঁয়া দেখা যাচ্ছিল।’ বিমানটি গাড়ির সঙ্গে ধাক্কা খাওয়ার ঘটনায় সেটির চালক সামান্য আহত হয়েছেন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে প্লেনের দুই আরোহীর কেউই আহত হননি।
এদিকে এ ঘটনা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান প্রশাসন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post