রয়্যাল ওমান পুলিশ মাস্কাট শহরে বাড়িঘর থেকে চুরি ও ভাঙচুরের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে। তারা সবাই উইলিয়া এলাকার বাসিন্দা। ঐ এলাকার সবাই পুলিশের কাছে আরও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন।
আরওপি এক বিবৃতিতে জানায়, গত কয়েকদিনে মাস্কাট এলাকায় বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও সোনার গয়না ও অর্থ চুরির ঘটনা ঘটেছে। পুলিশ তদন্তের পর গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিবের উইলিয়া এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ভাঙচুরের কাজে ব্যবহৃত সরঞ্জাম, সোনার গয়না ও অর্থ উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা সিবের উইলিয়া এলাকায় বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও সোনার গয়না ও অর্থ চুরি করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post