ওমানের মহামান্য সুলতান হাইথাম বিন তারিক গত ১২ আগস্ট বুধবার সাতটি রয়্যাল ডিক্রি অনুসারে নয়জন ওমানিকে দেশের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছেন। নতুন এই ৯টি পদে নিয়োগের বিষয়ে রয়্যাল ডিক্রি নং ৮১/২০২০ এর অনুচ্ছেদ (১) অনুসারে মহামান্য সুলতান হাইথাম বিন তারিক কর্মকর্তা নিয়োগ দিয়েছেন বলে জানিয়েছে ওমান ডেইলি।
আরও পড়ুনঃ প্রবাসীদের বিষয়ে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী
নিয়োগপ্রাপ্তরা হলেন:
১. ডক্টর সাইদ বিন হামাদ বিন সাইদ আল রুবেই নিয়োগ পেয়েছেন প্রযুক্তি বিভাগের উপাচার্য হিসাবে।
২. শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি হিসাবে নিয়োগ পেয়েছেন ডাঃ আবদুল্লাহ বিন খামিস বিন আলী এম্বুসাইদী।
৩. মাজিদ বিন সাইদ বিন সুলায়মান আল বাহরি নিয়োগ পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক ও আর্থিক বিষয়ক আন্ডার সেক্রেটারি হিসাবে,
৪. ডঃ মোহাম্মদ বিন সাইদ বিন খলফান আল মা-আমরি নিয়োগ পেয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি হিসাবে।
৫. স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক, আর্থিক ও পরিকল্পনা বিষয়ক আন্ডার সেক্রেটারি হিসাবে নিয়োগ পেয়েছেন ডাঃ ফাতেমা বিনতে মোহাম্মদ বিন বাকির আল আজমি।
আরো পড়ুনঃ ওমানে প্রবাসীদের জন্য কঠোর আইন
৬. আহমেদ বিন সেলিম বিন রশিদ আল রুজাইবি নিয়োগ পেয়েছেন আর্থিক ও প্রশাসনিক নিরীক্ষা বিভাগের উপ-চেয়ারম্যান হিসাবে।
৭. ডক্টর মনসুর বিন তালিব বিন আলী আল হিনাইকে নিয়োগ দেওয়া হয়েছে পাবলিক সার্ভিসেস রেগুলেশন অথরিটির চেয়ারম্যান হিসাবে।
৮. সুলায়ম বিন আলী বিন সুলায়ম আল হিকমানিকে নিয়োগ দেওয়া হয়েছে গ্রাহক সুরক্ষা কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে।
৯. টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ওমর বিন হামদান বিন হামদ আল ইসমাইলিকে।
অনুচ্ছেদ (২) অনুসারে এই ডিক্রি সরকারী গেজেটে প্রকাশিত হবে এবং ইস্যু হওয়ার তারিখ থেকে তা কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। সুত্রঃ ওমান ডেইলি
আরও দেখুনঃ প্রবাস টাইম নিয়ে যা বললেন ওমানের রাষ্ট্রদূত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post