গাজা উপত্যকায় ইসরায়েলে হামলার জেরে ইসরায়েলি সেনাবাহিনীর ২৫ সামরিক যান বিকলের দাবি করেছে হামাস। হামাসের আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা তাঁর এ বলেন। খবর আনাদুলু।
আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেদা একটি রেকর্ড বার্তায় বলেছেন যে ২৭ অক্টোবর গাজায় ইসরায়েলি স্থল অভিযান শুরুর পর থেকে, হামাস যোদ্ধারা “সম্পূর্ণ বা আংশিকভাবে ১৬০টিরও বেশি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে। যার মধ্যে ২৫ টি ধ্বংস করা হয়েছে গত ৪৮ ঘণ্টার মধ্যে।
তিনি বলেন, “আমাদের যোদ্ধারা মাটির নিচ থেকে বেড়িয়ে হামলা চালিয়ে ওপরে ইসরায়েলের সাঁজোয়া যান ও ট্যাংক ধ্বংস করে”। এরপর আল-কাসাম ব্রিগেড একটি ভিডিও প্রকাশ করে যেখানে যোদ্ধারা উত্তর গাজায় বেশ কয়েকটি ইসরায়েলি ট্যাঙ্কে আঘাতের চিত্র দেখা যায়।
৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় হাসপাতাল, বাসস্থান এবং উপাসনালয়ে অবিরাম বিমান ও স্থল হামলা করে যাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত ১১ হাজারের অধিক ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে সারে ৪ হাজার শিশু।
আপনার মন্তব্য: