লক্ষ্মীপুরের রামগঞ্জে নিখোঁজের ৪৩ দিনেও গৃহবধূ উম্মে সালমা (৩১) ও তার ৭ বছর বয়সি শিশু সন্তান ফারহান হাসিবকে উদ্ধার করতে পারেনি রামগঞ্জ থানা পুলিশ। গৃহবধূর প্রবাসী স্বামী ফরিদুল আলম বাবুল রামগঞ্জ থানায় ২৯ সেপ্টেম্বর নিখোঁজ ডায়রি করার পরও ১ নভেম্বর বুধবার পর্যন্ত তাদের কোনো সন্ধান দিতে পারেনি পুলিশ। উম্মে সালমা ও ফারহান হাসিব উপজেলা ভাদুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের পাটওয়ারী বাড়ির গৃহবধূ।
বিয়ের পর থেকে সামলার ঘরে কোন সন্তান হওয়ায় তাদের মধ্যে বিরোধ লেগেই থাকত। এ কারণে তারা এক শিশুকে দত্তক গ্রহণ করে। এরই মধ্যে ২৭ সেপ্টেম্বর উম্মে সালমা ও ছেলে হাসিব নিরুদ্দেশ হয়ে যায়। প্রবাসীর স্ত্রী উম্মে সালমা দেশের বাড়ি রামগঞ্জ এবং মাঝে মধ্যে ঢাকার তুরাগে সন্তানকে নিয়ে ফ্ল্যাট বাসায় ভাড়া থাকত। কিন্তু গত ৪৩ দিন ধরে গৃহবধূ সালমা ও তার সন্তান নিখোঁজ রয়েছে।
নিখোঁজ গৃহবধূর মা কহিনুর বেগম ও বোন সুলতানা রাজিয়া জানান, ২৭ সেপ্টেম্বর ঢাকার তুরাগ থানা ও ২৯ সেপ্টেম্বর রামগঞ্জ থানায় নিখোঁজ ডায়রি করার ৪৩ দিন পার হয়ে গেছে। কিন্তু এখনো তার কোন সন্ধান পাইনি।
রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, পুলিশ সম্ভাব্য সব জায়গায় তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post