বিদেশে বসেই দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র সংশোধনের ব্যবস্থা করার দাবী জানিয়েছেন বিভিন্ন দেশের প্রবাসীরা। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন তারা। এসময় উপস্থিত প্রবাসীরা বলেন, বর্তমানে বাংলাদেশে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধনের সুযোগ থাকলেও প্রবাসে সে সুযোগটি নেই। ফলে তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
তারা বলছেন, পাসপোর্টের যে কোনো ভুল সংশোধন করতে হলে আগে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন করতে হয়। কিন্তু দূতাবাসে পাসপোর্ট সংশোধনের আবেদন করা গেলেও জাতীয় পরিচয়পত্রের ক্ষেত্রে এই সুবিধা নেই। তাদের দাবী, এমন জটিলতার কারণে বিভিন্ন দেশে অবস্থান করা হাজারো প্রবাসী অবৈধ হয়ে নিজেদের কর্মক্ষেত্র থেকে বাদ পড়ার ঝুঁকিতে আছেন। আবার অনেকে অবৈধ হওয়ার কারণে কোনো কাজও করতে পারছেন না।
এ নিয়ে ফ্রান্স প্রবাসী আবু তাহিরের অভিযোগ, শুধুমাত্র জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে অনেক প্রবাসীর দেশে আসতে হচ্ছে। ভুল নিজে না করে, অন্যের ভুলের জন্য হয়রানি ও জরিমানার শিকার হতে হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এনআইডির ভুলগুলো ডাটা এন্ট্রি অপারেটর ও মাঠ পর্যায়ের কর্মীদের হেয়ালি ও অদক্ষতার কারণে হয়।
সম্মেলনের আয়োজক ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরাম বলছে, এনআইডি সংশোধন করতে না পেরে অনেক প্রবাসী আত্মহত্যার হুমকি দিচ্ছেন। তাই দেশের রেমিট্যান্সের স্বার্থে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্টমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সৃষ্টি আকর্ষণ করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post