গাজার উত্তপ্ত পরিস্থিতি এবং ইসরাইলি আগ্রাসন বন্ধের বিষয়ে আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে সৌদিতে উপস্থিত হয়েছেন বিশ্ব নেতারা। শনিবার মূল সম্মেলনের আগে নেতারা বিভিন্ন পর্যায়ের সাক্ষাত বৈঠকে আলোচনা করেন।
দুপুরের আগেই রিয়াদে পৌঁছান ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি, ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস, মিশরের আবদেল ফাত্তাহ আল-সিসি, সিরিয়ার বাশার আল-আসাদ এবং ইরাকের প্রেসিডেন্ট আবদুল লতিফ রশিদ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এবং লিবিয়ার মোহাম্মদ আল-মানফি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোও উপস্থিত হয়েছেন।
ইরানের প্রেসিডেন্ট এক বক্তব্যে বলেন, কথা বলার পরিবর্তে সংঘাতের বিষয়ে পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। তিনি আরো বলেন, এই মুহুর্তে ইসলামি দেশগুলোর ঐক্য খুবই গুরুত্বপূর্ণ।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফোনালাপ করেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। শুক্রবার ফিলিস্তিনি সংকট সমাধানের জন্য মার্কিন প্রেজিডেন্টের সাথে আলাপ করেন তিনি। সুলতান হাইথাম গাজা এবং পশ্চিম তীরে সামরিক অভিযান বন্ধ করা, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং মানবিক বিবেচনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। এছাড়া ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনি জনগণের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারেও জোর দেন তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post