করোনা প্রাদুর্ভাবে দীর্ঘদিন মালয়েশিয়া রুটে বিমানের ফ্লাইট বন্ধ থাকার পর অবশেষে ঢাকা-কুয়ালালামপুরে রুটে আগামী ১৮ আগস্ট থেকে ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এই রুটে প্রতি সপ্তাহে দুটি করে ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ কথা জানান বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।
আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে যারা ওমান যেতে পারবেন
তিনি জানান, ঢাকা-কুয়ালালামপুর রুটে সপ্তাহে ২ দিন মঙ্গলবার ও শুক্রবার এবং কুয়ালালামপুর থেকে ঢাকায় বুধবার ও শনিবার বিমানের ফিরতি ফ্লাইট পরিচালিত হবে। ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত ও তথ্যগুলো বিমানের ওয়েবসাইট এ পাওয়া যাবে।
আরো পড়ুনঃ ওমান প্রবাসীদের সুখবর দিলো আল সাফার ট্রাভেল
বিস্তারিত তথ্যের জন্য বিমান ওয়েবসাইট : www.biman-airlines.com এবং বিমান কল সেন্টার : ০১৭৭৭৭১৫৬১৩-১৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে বিমানের ১৭টি আন্তর্জাতিক রুটের সবগুলোই বন্ধ হয়ে যায়। তবে জুন মাসের পর থেকে লন্ডন, আবুধাবি, দুবাইয়ে ফ্লাইট চালু করে বিমান। বাংলাদেশ বিমান ছাড়াও ঢাকা – কুয়ালালামপুর রুটে ১৬ আগস্ট থেকে ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইনস।
ওমান থেকে বিশেষ ফ্লাইটে যেভাবে দেশে আসবেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post