মধ্যপ্রাচ্যের দেশ ওমানে মহামারী করোনায় আজ ফের মৃত্যুর সংখ্যা ঊর্ধ্বমুখী। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যুর কথা জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটিতে আজ এক লাফে গতকালের তুলনায় দ্বিগুণ মৃত্যু হয়েছে। অপরদিকে ওমানে এখন পর্যন্ত প্রায় ৯৪ শতাংশ রোগী সুস্থ হয়ে ঘরে ফিরে গেছেন। দেশটিতে আজ (বৃহস্পতিবার) করোনায় নতুন ২৩২ জন আক্রান্ত ব্যক্তি সনাক্ত করেছে। মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে আজ (১৩-আগস্ট) দেশটিতে সুস্থ রোগীর পরিমাণ ৯৩.৬ শতাংশ। ওমানে আজ নতুন ২৩২ জন জন আক্রান্ত হলেও গতকালের তুলনায় আজ ১৭ জন কম আক্রান্ত হয়েছে। তবে গতকালের তুলনায় আজ সুস্থ রোগীর সংখ্যাও অনেক কম। আজ নতুন ২০৬ জন রোগী সুস্থ হয়েছে। যা গতকাল ছিলো সুস্থ রোগীর সংখ্যা ছিলো ৩৫২ জন।
দেশটিতে আজ আক্রান্ত নিম্নমুখী হলেও মৃত্যু গতকালের তুলনায় দ্বিগুণ বেড়েছে। ওমানে মোট আক্রান্তের সংখ্যা ৮২,৫৩১ জন। এদিকে ওমানে নতুন সুস্থ ২০৬ জন সহ সর্বমোট সুস্থ ৭৭,২৭৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ১২ জনের মৃত্যু সহ মোট মৃত্যু ৫৫১ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৬০ জন। এখন পর্যন্ত হাসপাতালে সর্বমোট চিকিৎসাধীন আছেন ৪৬৪ জন এবং এদের মধ্যে ১৫৫ জনের অবস্থা আশংকাজনক। বর্তমানে এই ১৫৫ জনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) তে রাখা হয়েছে। সূত্র : স্বাস্থ্য মন্ত্রণালয়।
ওমানের স্বাস্থ্যমন্ত্রী ডঃ আহমেদ বিন মোহাম্মদ আল-সাইদী বলেছেন যে, করোনা ভাইরাসের ভ্যাকসিনের জন্য আন্তর্জাতিক ভ্যাকসিন প্রস্তুতকারীদের সাথে অবিচ্ছিন্ন যোগাযোগ চালিয়ে যাচ্ছে ওমান। ভ্যাকসিনের আন্তর্জাতিক অনুমোদন, সুরক্ষা ও ব্যবহারের বিষয়ে দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় বিভিন্নভাবে যোগাযোগ চালিয়ে যাচ্ছে।
মন্ত্রী নিশ্চিত করেছেন যে, করোনা ভাইরাসের ভ্যাকসিনটি পাওয়ার সাথে সাথেই ওমানে এটি ব্যবহার করা হবে। আন্তর্জাতিক অনুমোদন সঠিক থাকলে দ্রুত ওমানে এই ভ্যাকসিন প্রয়োগ করবে বলেও জানিয়েছে দেশটির স্বাস্থ্যবিভাগ। ওমান নিউজ এজেন্সিকে (ওএনএ) এক বিবৃতিতে মন্ত্রী জানিয়েছেন, “ওমান বিশ্বজুড়ে সকল বড় ধরনের ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলির সাথে সমন্বয় করে চলেছে। আশা করা যায় ওমান সময়মতো এই ভ্যাকসিন পাবে”
আরো পড়ুনঃ ওমানে ভিক্ষা করলে এক বছরের জেল
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৬১৭ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৬৯ হাজার ১১৫ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৫৫৭ জন। এদের মধ্যে ৩১ জন পুরুষ, ১৩ জন মহিলা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭৮২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮৭১ জন। এর একদিন আগে বুধবার (১২ আগস্ট) দেশে করোনাভাইরাস শনাক্ত হয় আরও ২ হাজার ৯৯৫ জনের দেহে। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৪২ জনের মৃত্যু হয়। এছাড়া একদিনে সুস্থ হন আরও ১ হাজার ১১৭ জন।
আরো পড়ুনঃ ওমান প্রবাসীদের সুখবর দিলো আল সাফার ট্রাভেল
এদিকে বিশ্বব্যাপী করোনার আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরের তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ লাখ ৪৭ হাজার ২৫৮ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮ লাখ ৬ হাজার ৯৬১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৩৭ লাখ ৬ হাজার ৬৮৫ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৬৯ হাজার ১৩১ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এ দেশটিতে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৩ লাখ ৬০ হাজার ৩০২ জন।
আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে যারা ওমান যেতে পারবেন
আর আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩১ লাখ ৭০ হাজার ৪৭৪ জন। এবং এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৪ হাজার ২৬৩ জন। মৃতের সংখ্যায় ব্রাজিলের পরেই আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ হাজার ৬৬৬ জন। আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯৮ হাজার ৩৮০ জন।
করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ৯৫ হাজার ৪৭১ জন। মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে আছে দেশটি। এখন পর্যন্ত মারা গেছেন ৪৭ হাজার ১৩৮ জন। আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ৯ লাখ ২ হাজার ৭০১ জন। আর মৃতের সংখ্যা ১৫ হাজার ২৬০ জন।
আরো পড়ুনঃ চারমাসে ওমান ছেড়েছে ২৩ হাজার বাংলাদেশি প্রবাসী
সুস্থতার দিক থেকে প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (২৮ লাখ ১২ হাজার ৬০৩ জন), দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল (২৩ লাখ ৯ হাজার ৪৭৭ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ভারত (১৬ লাখ ৯৫ হাজার ৮৬০ জন)।
ওমান থেকে বিশেষ ফ্লাইটে যেভাবে দেশে আসবেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post