ওমানের স্বাস্থ্যমন্ত্রী ডঃ আহমেদ বিন মোহাম্মদ আল-সাইদী বলেছেন যে, করোনা ভাইরাসের ভ্যাকসিনের জন্য আন্তর্জাতিক ভ্যাকসিন প্রস্তুতকারীদের সাথে অবিচ্ছিন্ন যোগাযোগ চালিয়ে যাচ্ছে ওমান। ভ্যাকসিনের আন্তর্জাতিক অনুমোদন, সুরক্ষা ও ব্যবহারের বিষয়ে দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় বিভিন্নভাবে যোগাযোগ চালিয়ে যাচ্ছে।
আরো পড়ুনঃ ওমানে ভিক্ষা করলে এক বছরের জেল
মন্ত্রী নিশ্চিত করেছেন যে, করোনা ভাইরাসের ভ্যাকসিনটি পাওয়ার সাথে সাথেই ওমানে এটি ব্যবহার করা হবে। আন্তর্জাতিক অনুমোদন সঠিক থাকলে দ্রুত ওমানে এই ভ্যাকসিন প্রয়োগ করবে বলেও জানিয়েছে দেশটির স্বাস্থ্যবিভাগ। ওমান নিউজ এজেন্সিকে (ওএনএ) এক বিবৃতিতে মন্ত্রী জানিয়েছেন, “ওমান বিশ্বজুড়ে সকল বড় ধরনের ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলির সাথে সমন্বয় করে চলেছে। আশা করা যায় ওমান সময়মতো এই ভ্যাকসিন পাবে”
ওমান থেকে বিশেষ ফ্লাইটে যেভাবে দেশে আসবেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post