ওমানের মসজিদ, রাস্তাঘাট, দোকানপাট অথবা জনসমাগম এলাকায় ভিক্ষাবৃত্তি করলে এক বছরের কারাদণ্ড এবং ১০০ ওমানি রিয়াল জরিমানা করা হবে। পাবলিক প্রসিকিউশনের অনলাইনে জারি করা এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে দেশটির জাতীয় গণমাধ্যম টাইমস অব ওমান।
আরো পড়ুনঃ ওমান প্রবাসীদের সুখবর দিলো আল সাফার ট্রাভেল
ওমানের পাবলিক প্রসিকিউশন থেকে জানানো হয়েছে যে, যদি কেউ ওমানে ভিক্ষাবৃত্তি করে, তাহলে এটা ওমানের আইন অনুযায়ী অপরাধ বলে গণ্য করা হবে। আর এই অপরাধের সাজা হিসেবে তার কাছ থেকে জব্দকৃত অর্থ বাজেয়াপ্ত করা হবে এবং সে যদি প্রবাসী হয়, তাহলে তাকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে।
আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে যারা ওমান যেতে পারবেন
বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, ওমানে ভিক্ষা করার অপরাধে এক বছরের জেল এবং একশো রিয়াল জরিমানার আইন রয়েছে। পাবলিক প্রসিকিউশন আরও জানিয়েছে যে “ভিক্ষার কাজে কোনো শিশুকে জড়িত করলে অথবা ভিক্ষার উদ্দেশ্যে অন্য ব্যক্তির হাতে তাকে হস্তান্তর করলে তিন বছরের কারাদন্ড এবং ১০০ রিয়াল জরিমানা করা হবে।”
আরো পড়ুনঃ চারমাসে ওমান ছেড়েছে ২৩ হাজার বাংলাদেশি প্রবাসী
তবে কোনো শিশুর অভিভাবক যদি ট্রাস্টি বা তার তত্ত্বাবধান বা তদারকির দায়িত্বে থাকে এবং তার শিশুকে দিয়ে ভিক্ষাবৃত্তি করায়, তাহলে তার ক্ষেত্রে জরিমানা এবং শাস্তি দিগুণ করা হবে বলে হুঁশিয়ারি করা হয়েছে। ওমান সরকার থেকে বলা হয়েছে যে, ভিক্ষা একটা অপরাধ, এতে অনেক ঝুঁকি রয়েছে এবং এমন কাজের জন্য দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। সুতরাং সবাইকে এমন কাজ করা থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
ওমান থেকে বিশেষ ফ্লাইটে যেভাবে দেশে আসবেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post