মালয়েশিয়ার রাজা সুলতান হাজী আহমদ আল-মুস্তাই-ইন বিল্লাহর কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। বুধবার মালয়েশিয়ার রাজার রাজদরবার ইস্তানা নেগারাতে বাংলাদেশের হাইকমিশনার তার পরিচয়পত্র পেশ করেন।
পরে হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে উষ্ণ অভিনন্দন জানান মালয়েশিয়ার রাজা। এসময় দায়িত্ব পালনকালে হাইকমিশনারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। আর মালয়েশিয়া রাজার কাছে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন হাইকমিশনার। মালয়েশিয়ার রাজাও বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
পরিচয়পত্র পেশ করার আগে রাজদরবারের ‘প্রেস্টিজ গার্ড’ হাই কমিশনারকে আনুষ্ঠানিকভাবে স্যালুট জানায়। অনুষ্ঠান শেষে অন্যান্য রাষ্ট্রদূতের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগদান করেন হাইকমিশনার। এসময় তিনি মালয়েশিয়া সরকারকে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে মালয়েশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী দাতুক মোহাম্মদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল ও মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post