ওমানে ভিসা বন্ধ হওয়ার পর থেকে পক্ষে বিপক্ষে প্রতিক্রিয়া জানাচ্ছেন সাধারণ বাংলাদেশিরা। এরমধ্যে ওমানে বসবাসরত বেশিরভাগ প্রবাসীই ওমানে ভিসা বন্ধ হওয়ার পক্ষে কথা বলছেন। তাদের মতে, ওমানের নতুন ভিসা দেয়াটা বন্ধ রাখাটাই যুক্তিযুক্ত। কারণ, বর্তমানে দেশটিতে যেসব প্রবাসীরা অবস্থান করছেন তাদের অনেকেই কাজ না পেয়ে বেকার। যাদেরও বা কাজ আছে, বেতন অতি সামান্য।
কোনোভাবে খেয়ে থেকে দেশে ঠিকমত টাকা পাঠাতে পারছেন না। এরমধ্যে নতুন করে দেশ থেকে যারা ওমান গিয়ে ভিড় করছেন তারা একদিকে নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন একইসাথে আগে থেকেই ওমানে বেকার থাকা প্রবাসীদের ক্ষতির মধ্যে ফেলছেন। এসব প্রবাসীদের কেউ কেউ আংশিকভাবে ভিসা খুলে দেয়া বা ফ্যামিলি ভিসা চালুর পক্ষে।
তবে যারা ওমান যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন-এমন বাংলাদেশিরা ওমানে ভিসা খুলে দেয়ার পক্ষে। তাদের পাল্টা যুক্তি, ওমানে ভিসা বন্ধে দেশের রেমিট্যান্স কমে যাবে। তাই সরকারের উচিত ভিসা চালুর জন্যে ওমান সরকারের সাথে আলোচনা করা। তাদেরই একজন আবু মুসা প্রবাস টাইমকে জানান, তিনি ওমানে যাওয়ার জন্য কোম্পানির মাধ্যমে সকল প্রস্তুতি সম্পন্ন করেছিলেন, কেবল ভিসা পাওয়াটাই বাকি ছিলো, এখন হঠাৎ করে ভিসা বন্ধ হওয়ায় তার ওমান যাওয়া আটকে গেছে। তিনি ভিসা চালুর জন্য সরকারের কাছে আবেদন জানান।
এর আগে গত ৩১ই অক্টোবর বাংলাদেশিদের জন্য সব ধরণের ভিসা বন্ধের ঘোষণা দেয় ওমান। তবে এর কিছুদিন পরই ভিসা বন্ধের বিষয়কে ‘সাময়িক পদক্ষেপ’ উল্লেখ করে ঢাকায় ওমানের দূতাবাস থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়। একইভাবে ভিসা প্রদান স্থগিতকে অস্থায়ী মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আলোচনার মাধ্যমে খুব শিগগিরই এর সমাধান হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post