ওমানের ধোফার অঞ্চল সালালার মারবাত থেকে ২০ কিমি দূরে অবস্থিত মারকাজ সুক এলাকায় হাদবিল রোডস্থ নিজ রুমে আজ (১২-আগস্ট) সকালে দিলিপ দেবনাথ (৪৮) নামে এক বাংলাদেশী প্রবাসীর মৃত্যু হয়েছে। সালালাহ থেকে উজ্জ্বল দেবনাথ নামে এক প্রবাসী প্রবাস টাইমকে জানান, দিলিপ দেবনাথ সম্পর্কে আমার ভগ্নীপতি। সে ওমানে গত ১৩ বছর যাবত আছেন। এক সপ্তাহ আগে তার করোনার উপসর্গ ছিলো। স্থানীয় ডাক্তার থেকে ওষুধ নিয়ে খেয়ে কিছুদিন সুস্থ ছিলো। আজ সকাল ৭টায় ঘুম থেকে উঠে পুনরায় ডাক্তারের কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলো, এমতাবস্থায় হঠাত মাটিতে লুটিয়ে পড়ে তার মৃত্যু হয়।”
আরো পড়ুনঃ প্রবাসীদের মরার উপর খাড়ার ঘা
দিলিপ দেবনাথের দেশের বাড়ি চট্টগ্রামের হালিশহর নাথপাড়ায়। বর্তমানে তার মরদেহ সালালাহ কাবুস মেডিক্যাল হাসপাতালের মর্গে রয়েছে। তার মরদেহ দেশে পাঠানোর ব্যাপারে দূতাবাসে যোগাযোগ করা হচ্ছে। দিলিপ দেবনাথের এক স্ত্রী ও এক ছেলে রয়েছে দেশে। তার ছেলের বয়স ১৩ বছর। পরিবারের একমাত্র উপার্জনকারী বাবাকে হারিয়ে দিশেহারা এখন দিলিপের পরিবার। শোকে কাতর তার ১৩ বছরের সন্তান পল্লব দেবনাথ। দিলিপ দেবনাথের মৃত্যুর প্রকৃত কারন এখনো জানা যায়নি। বর্তমানে দিলিপের মৃত্যুর রিপোর্ট সংগ্রহ করতে স্থানীয় থানায় উজ্জ্বল দেবনাথ নামে মৃত্যু দিলিপের এক আত্নীয় অপেক্ষা করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post