ওমানে আক্রান্ত এবং মৃত্যু দুইটাই কমছে
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে মহামারী করোনায় এখন পর্যন্ত প্রায় ৯৪ শতাংশ রোগী সুস্থ হয়ে ঘরে ফিরে গেছেন। দেশটিতে আজ (বুধবার) করোনায় নতুন ২৪৯ জন আক্রান্ত ব্যক্তি সনাক্ত করেছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে বুধবার (১২-আগস্ট) দেশটিতে সুস্থ রোগীর পরিমাণ সাড়ে ৯৩.৬ শতাংশ। ওমানে আজ নতুন ২৪৯ জন জন আক্রান্ত হলেও গতকালের তুলনায় আজ ১৪ জন কম আক্রান্ত হয়েছে। তবে গতকালের তুলনায় আজ সুস্থ রোগীর সংখ্যাও অনেক কম। আজ নতুন ৩৫২ জন রোগী সুস্থ হয়েছে। যা গতকাল ছিলো সুস্থ রোগীর সংখ্যা ছিলো ৫৯২ জন।
আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে যারা ওমান যেতে পারবেন
দেশটিতে আজ আক্রান্ত এবং মৃত্যু দুইটাই নিম্নমুখী রয়েছে। ওমানে মোট আক্রান্তের সংখ্যা ৮২,২৯৯ জন। এদিকে ওমানে নতুন সুস্থ ৩৫২ জন সহ সর্বমোট সুস্থ ৭৭,০৭২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ৬ জনের মৃত্যু সহ মোট মৃত্যু ৫৩৯ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৭১ জন। এখন পর্যন্ত হাসপাতালে সর্বমোট চিকিৎসাধীন আছেন ৪৬৭ জন এবং এদের মধ্যে ১৬৫ জনের অবস্থা আশংকাজনক। বর্তমানে এই ১৬৫ জনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) তে রাখা হয়েছে। সূত্র : স্বাস্থ্য মন্ত্রণালয়।
আরো পড়ুনঃ চারমাসে ওমান ছেড়েছে ২৩ হাজার বাংলাদেশি প্রবাসী
এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৯৯৫ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৬৬ হাজার ৪৯৮ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৫১৩ জন। বুধবার (১২ আগস্ট) দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post