মহামারী করোনা প্রাদুর্ভাবে নানা সমস্যায় এই মুহূর্তে ওমান থেকে দেশে ফেরত আসতে চাচ্ছেন এমন প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে ওমানের বাংলাদেশী মালিকানাধীন ট্রাভেল এজেন্সি আল সাফার ট্রাভেল এন্ড কার্গো। মঙ্গলবার এজেন্সির মালিক শেখ ফাহাদ প্রবাস টাইমকে বলেন, “বর্তমান সময়ে ওমান থেকে বিশেষ ফ্লাইটে দেশে যেতে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে করোনা পরীক্ষা। অনেকেই টিকেট কনফার্ম করার পর করোনা পরীক্ষায় পজিটিভ ধরা পরার কারণে দেশে যেতে পারছেন না। এমতাবস্থায় যাত্রীর সম্পূর্ণ টিকেটের টাকাই লোকসান হচ্ছে। আবার অনেকেই করোনা পরীক্ষার জন্য অনেক দূর থেকে একবার আসেন এবং রেজাল্ট নিতে ২/৩দিন পর পুনরায় আসতে হয় হাসপাতালে।
এমতাবস্থায় প্রবাসীদের কষ্ট লাঘবে আমরা বদর আল সামা হাসপাতালের সাথে চুক্তি করেছি। এখন থেকে ওমানের যেকোনো বদর আল সামা হাসপাতালের শাখা থেকে করোনা পরীক্ষা করানোর সময় আল সাফার ট্রাভেল এজেন্সির কথা বললে মাত্র ৩৫ রিয়ালে করোনা পরীক্ষা করাতে পারবে বাংলাদেশী প্রবাসীরা। সেইসাথে তাদের রিপোর্ট আনার জন্য পুনরায় হাসপাতালে যাওয়ার ও প্রয়োজন নেই। হাসপাতাল থেকে হোয়াটসঅ্যাপ অথবা মেইলে রিপোর্ট প্রেরণ করবে এবং এই রিপোর্ট এয়ারপোর্ট এপ্রুভাল দিবে। এখন থেকে দেশে আসার ক্ষেত্রে করোনা পরীক্ষার অরিজিনাল রিপোর্ট না হলেও চলবে। শুধুমাত্র হাসপাতাল থেকে দেওয়া করোনা রিপোর্ট এয়ারপোর্টে দেখালেই হবে।”
আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে যারা ওমান যেতে পারবেন
শেখ ফাহাদ আরো বলেন, “ইতিমধ্যেই অনেক বাংলাদেশী প্রবাসী বদর সামা হাসপাতাল থেকে করোনা পরীক্ষা করেছেন অতিরিক্ত মূল্য দিয়ে। অনেকেই আল সাফার ট্রাভেল এজেন্সির নাম না বলার কারণে হাসপাতাল থেকে ৪০ থেকে ৫০ রিয়াল পর্যন্ত কারো কারো বিল করেছে করোনা পরীক্ষায়। এমতাবস্থায় যাদের থেকে অতিরিক্ত মূল্য নিয়েছে বদর আল সামা হাসপাতাল। তারা মানি রিসিট গুলো আমাদের দেখালে, আমরা তাদের ৩৫ রিয়ালের অতিরিক্ত যে মূল্য রেখেছে হাসপাতাল থেকে, তা ফেরত আনার ব্যবস্থা করবো।”
আরো পড়ুনঃ চারমাসে ওমান ছেড়েছে ২৩ হাজার বাংলাদেশি প্রবাসী
ওমানের বাংলাদেশী এই ব্যবসায়ী বলেন, “একজন যাত্রীকে ফ্লাইটের আগের দিন রিপোর্ট নিয়ে এয়ারপোর্ট যাওয়া অনেক কষ্টকর। যেহেতু এখন থেকে অনলাইনে রিপোর্ট নিতে পারবে প্রবাসীরা, সুতরাং এখন থেকে প্রবাসীদের অর্থ সময় এবং ভোগান্তি অনেকটাই লাঘব হবে বলে আমি বিশ্বাস করি। এখন থেকে কেউ যদি আল সাফার ট্রাভেল এজেন্সির নাম বলে করোনা টেস্ট করে, তাহলে তার রিপোর্টের জন্য পুনরায় হাসপাতালে যাওয়া লাগবেনা।”
ওমান থেকে বিশেষ ফ্লাইটে যেভাবে দেশে আসবেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post