ওমানে এক প্রবাসী আবাসনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ্যপানীয় দ্রব্য জব্দ করেছে ওমান কাস্টমস। এদিন বারকায় একটি ট্রাকে লোড করা ১১ হাজার ৫০০রও বেশি বোতলজাত মদ্যপানীয় দ্রব্য জব্দ করা হয়।
এক বিবৃতিতে ওমান কাস্টমস বলেছে, মঙ্গলবার কমপ্লায়েন্স অ্যান্ড রিস্ক অ্যাসেসমেন্ট বিভাগ সোহার অঞ্চলের প্রবাসী কর্মীদের ওই আবাসনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ্যপানীয় দ্রব্য জব্দ করে। জব্দ করা মাদকের মধ্যে বিয়ার, ওয়াইন এবং অন্যান্য অ্যালকোহলযুক্ত পানীয় রয়েছে।
একইদিন মাদক পাচারের অভিযোগে অন্তত ৫ প্রবাসীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৪০ কেজি হাশিশ বা গাজার নির্যাস এবং ৫০ কেজি ক্রিস্টাল মেথ জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের সবাই এশীয় নাগরিক এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
মূলত ওমানে মাদক ক্রয় বিক্রয় সম্পূর্ণ অবৈধ। এরপরেও নানা সময়ে বাংলাদেশি ও অন্যান্য প্রবাসীরা মাদক পাচারে ও ক্রয় বিক্রয়ের অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন। কাস্টমস কর্তৃপক্ষ এবং ওমান পুলিশও নিয়মিত দেশে মাদক পাচার রোধে কঠোর অভিযান চালাচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post