বাংলাদেশের দলের সেরা ওপেনার তামিম ইকবাল। তার কেরিয়ার নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। ২০২৩ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা শেষে টেস্ট থেকে বিরতি নিয়েছিলেন তিনি। এরপর থেকেই চলছে তার টেস্ট কেরিয়ারের অনিশ্চয়তা।
বিশ্বকাপ দলে তামিমের না থাকার পর তা আরও বেড়ে যায়। অনেকেই মনে করেন, বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ার ধাক্কা সামলাতে না পেরেই টেস্ট থেকে বিরতি নিয়েছেন তামিম। আবার অনেকে মনে করেন, তামিমের বয়স হয়ে যাওয়ায় তিনি আর টেস্ট ক্রিকেটে নিজেকে মেলে ধরতে পারছেন না।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
নিউজিল্যান্ড সিরিজে তামিম খেলছেন কি না এমন প্রশ্নের জবাবে জালাল বলেন, ‘নাহ সে টেস্ট সিরিজে থাকছে না। কারণ সে এইমুহূর্তে খেলার জন্য প্রস্তুত না। কেননা তার অনুশীলন নেই যে কারণে সে প্রস্তুত না। অনেকদিন ধরেই সে ক্রিকেট খেলছে না, ক্রিকেটের বাইরে আছে।
এদিকে, আসন্ন টেস্ট সিরিজে থাকবেন না টাইগার অধিনায়ক সাকিব আল হাসান, সেটি আবারও নিশ্চিত করলেন জালাল। কবে নাগাদ মাঠে ফিরতে পারেন এমন প্রশ্নে জালাল বলেন, ‘ফিটনেসের ওপর নির্ভর করছে সবকিছু, এখন দেখা যাক।
আগামী ২১ নভেম্বর নিউজিল্যান্ড দল বাংলাদেশ সফরে আসবে। ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলের প্রথম টেস্ট মাঠে গড়াবে। সিরিজের পরের টেস্ট ৬ ডিসেম্বর মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে গড়াবে। টেস্ট সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
এই সিরিজের জন্য ইতোমধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। দলে আছে বেশ কয়েকজন স্পিনার। এজাজ প্যাটেল, মিচেল স্যান্টনারের সঙ্গে রাখা হয়েছে রাচিন রবীন্দ্র ও ইশ সোধি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post