কুয়েত বিমানবন্দরে প্রবাসীর ব্যাগ থেকে ৩ হাজার দিনার বা প্রায় ১০ লাখ ৭৫ হাজার টাকা চুরি হওয়ার অভিযোগ উঠেছে। পরে কুয়েত বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের কাছে বিষয়টি তুলে ধরে অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই কুয়েত প্রবাসী। ঘটনার পর দায়িত্বপ্রাপ্ত কর্মীরা অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করেছেন। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ ব্যবহার করে রহস্য উদঘাটনের চেষ্টা করছেন তারা।
জানা যায়, ভুক্তভোগী প্রবাসী কিছু সময়ের জন্য বিমানবন্দরের ট্রানজিট হলের প্রেয়ার রুমের বাইরের একটি শেলফে ৩ হাজার দিনার রেখেছিলেন। এরপর ফিরে এসে তা আর খুঁজে পাননি। কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে যদি কোন তথ্য পাওয়া যায় এবং অপরাধীকে চিহ্নিত করা যায়, তবে প্রবাসীকে যথাযথভাবে সহযোগিতা করা হবে।
এছাড়া বিমানবন্দরের তরফ থেকে বলা হয়, যাত্রীদের জিনিসপত্র সুরক্ষিত রাখতে নিজেদের সতর্ক থাকতে হবে। কারণ যেকোনো অবহেলা বিমানবন্দরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে এবং এরকম দুর্ভাগ্যজনক ঘটনা ঘটতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post