মালয়েশিয়ায় আকস্মিক বন্যায় দেশটির সুবাং জায়ার অন্যতম জনপ্রিয় সুবাং প্যারেড শপিংমলও তলিয়ে যায়। এ দৃশ্য দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। স্থানীয় সময় রোববার (৫ নভেম্বর) বিকেল ৪টা থেকে ভারি বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা দেখা দেয়, যার প্রভাব পড়ে নতুন নির্মাণাধীন ওই শপিংমলেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শপিংমলটির নিচতলায় কয়েক ইঞ্চি পানি জমে গেছে।
অন্যান্য ভিডিওতে দেখা যায়, শপিংমলের বেসমেন্টে থাকা পার্কিংয়েও পানি ঢুকে গেছে। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘কেনাকাটার সময় হঠাৎ করে বেল বেজে ওঠে এবং বন্যার কারণে মলটি খালি করার জন্য সতর্কবার্তা দেয়া হয়।
শপিং মলটির প্রধান নির্বাহী কর্মকর্তা আলদেলা পুস্পা নর্ডিন জানান, দুর্ঘটনা এড়াতে কিছু দোকান বন্ধ করতে হয়েছে। শপিংমলের নিচতলা থেকে বন্যার পানি সরাতে কর্মচারীরা একসঙ্গে কাজ করছেন। পানি ঢুকে পড়ায় পার্কিং লটের কিছু অংশ বন্ধ রয়েছে।
এদিকে, বন্যা পরিস্থিতি সামাল দিতে মালয়েশিয়ার স্থানীয় ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ এবং সুবাং জায়া সিটি কাউন্সিলকে ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে। তারা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post