নিউইয়র্ক সিটির ওজনপার্ক এলাকায় একটি বাড়িতে ভাড়াটিয়াদের ভাড়া না দেয়ার প্রতিশোধ নিতে বাড়ির মালিক নিজেই বাড়িতে আগুন লাগিয়েছেন। এ ঘটনায় বাড়ির মালিক রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে নিউইয়র্ক পুলিশ।
তার বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগের পাশাপাশি হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
এনওয়াইপিডি জানায়, বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়ার সময় তার ভেতরে দুই জন প্রাপ্তবয়স্ক এবং ছয়টি শিশু অবস্থান করছিলো। তবে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের তড়িৎ ব্যবস্থায় অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনটি নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটিতে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে।
খবরে বলা হয়েছে ব্রুকলীনের ওজনপার্ক এলাকার ফরবেল স্ট্রীটে গত ৩ নভেম্বর শুক্রবার এই ঘটনা ঘটে। দুই ফ্যামিলি বিশিষ্ট বাড়িটির দ্বিতীয় তলার ভাড়াটিয়া গত ২ বছর ধরে ভাড়া দিচ্ছিলেন না এবং বাড়ি থেকে যেতে বা বাড়িটি ছেড়ে দিতে অস্বীকার করে আসছিলেন এমন অভিযোগ রয়েছে। আর সে কারণেই বাড়ির মালিক রফিকুল ইসলাম ক্ষুব্ধ হয়ে ওজনপার্কের ঐ বাসার অভ্যন্তরীণ সিঁড়িতে আগুন ধরিয়ে দেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্নিকান্ডের সময় বাড়িতে দুই প্রাপ্তবয়স্ক এবং ছয়টি শিশু ছিল। সিটি ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে যে, এদের সকলকে বাড়ি থেকে অক্ষত অবস্থায় বের করে আনা সম্ভব হয়েছে।
অভিযুক্ত রফিকুল ইসলামের বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগের পাশাপাশি হত্যা চেষ্টার অভিযোগ রয়েছে।
নিউইয়র্ক সিটিতে ভাড়াটিয়াদের ভাড়া পরিশোধ না করার প্রবণতা ক্রমবর্ধমান। করোনা মহামারীর সময় থেকে, অনেক ভাড়াটিয়া বাসা ভাড়া না দিয়ে আইনি আশ্রয় নিয়েছেন। এর ফলে বাড়িমালিকদের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এবং তারা আইনের আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। কিন্তু আইনি প্রক্রিয়াটি দীর্ঘ এবং জটিল, তাই অনেক ক্ষেত্রে ভাড়াটিয়ারা আইনের ফাঁকফোকর খুঁজে পেয়ে যাচ্ছেন। এর ফলে বাড়িমালিক এবং ভাড়াটিয়ার মধ্যে দ্বন্দ্ব এবং সম্পর্কের অবনতি ঘটছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post