চলতি মাসে ওমান থেকে বাংলাদেশে বিমান সহ অন্যান্য এয়ারলাইন্সের একাধিক বিশেষ ফ্লাইট রয়েছে। দেশের পতাকাবাহী এয়ারলাইন্স বিমানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) প্রবাস টাইমকে জানিয়েছেন, আগামী ১৭ আগস্ট, ২৪ আগস্ট এবং ৩১ আগস্ট ওমান থেকে ঢাকার উদ্দেশ্যে বিমানের তিনটি ফ্লাইট রয়েছে। প্রতিটি ফ্লাইটে ৪১৯ জন করে যাত্রী দেশে আসতে পারবেন।
ইকোনোমি ক্লাসের টিকেট মূল্য ১৪৬ রিয়াল এবং বিজনেস ক্লাসের জন্য ১৭০ রিয়াল নির্ধারণ করা হয়েছে। প্রতিটা টিকেটের সাথে একেক জন যাত্রী ৪৫ কেজি মাল বুকিং দিতে পারবে এবং হাতে ৭কেজি মাল আনতে পারবে। তিনি আরো জানান, যেহেতু বিশেষ ফ্লাইটের জন্য দূতাবাস থেকে অনুমোদনের প্রয়োজন রয়েছে, সুতরাং এটা অনুমতি পেলেই ফ্লাইট পরিচালনা করবে বিমান। এই ৩টি ফ্লাইটের অনুমতির ব্যাপারে কতটুকু নিশ্চয়তা রয়েছে এমন প্রশ্ন করলে তিনি বলেন, ৯৫% সম্ভাবনা রয়েছে। কারণ এই মুহূর্তে অনুমতি না মেলার তেমন কোনো কারণ নেই।
আরো পড়ুনঃ ১২ অগাস্ট বাজারে আসছে করোনার ভ্যাকসিন, দাম পড়বে ২৫৪ টাকা
এদিকে চলতি মাসে ওমান থেকে সালাম এয়ারের রয়েছে বেশকিছু ফ্লাইট। নির্ভরযোগ্য সূত্রে প্রবাস টাইমের কাছে আসা তথ্যে দেখা গেছে, ওমান থেকে চলতি মাসের ১০ তারিখ, ১২ তারিখ, ১৩ তারিখ, ১৮ তারিখ, ২২ তারিখ ও ২৫ তারিখে ওমান থেকে সালাম এয়ারের বিশেষ ফ্লাইট পরিচালনার কথা রয়েছে। টিকেটের মূল্য ১৩৫ থেকে ১৮০ রিয়ালের মধ্যে রয়েছে বলে জানাগেছে। প্রতিটি টিকেটের বিপরীতে একজন যাত্রী ২০ কেজি মাল বহন বহন করতে পারবেন।
আরো পড়ুনঃ চারমাসে ওমান ছেড়েছে ২৩ হাজার বাংলাদেশি প্রবাসী
অপরদিকে চলতি মাসের ১৩ এবং ১৯ তারিখে ওমান এয়ারের দুইটি বিশেষ ফ্লাইটের কথা রয়েছে ওমান থেকে বাংলাদেশের। সেইসাথে বাংলাদেশের আরেকটি এয়ারলাইন্স কোম্পানি ইউএস বাংলার ও একাধিক ফ্লাইটের কথা রয়েছে ওমান থেকে বাংলাদেশে। এদিকে আগামী ১৫ তারিখ ভোর ৫টায় ওমানের সালালাহ থেকে সালাম এয়ারের একটি বিশেষ ফ্লাইট রয়েছে। সালালাহ থেকে আজিজ নামে এক ট্রাভেল এজেন্ট ব্যবসায়ী প্রবাস টাইমকে এই তথ্য নিশ্চিত করেছে। আজিজ জানান, “সালালাহ থেকে ১৫ আগস্ট ভোর ৫টায় সালালাহ এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশ্যে সালাম এয়ারের একটি বিশেষ ফ্লাইট ছেড়ে যাবে। প্রতিটি টিকেটের মূল্য ২০৫ রিয়াল থেকে ২২০ রিয়াল পর্যন্ত বিক্রি হচ্ছে।” টিকেটের মূল্য আকাশচুম্বী হওয়ার পিছনের কারণ জানতে চাইলে আজিজ বলেন, মূলত সালাম এয়ারের ফ্লাইট হলেও এটি পরিচালনা করছে এয়ার আরাবিয়া, যেকারনে টিকেটের মূল্য বেশি।”
আরো পড়ুনঃ প্রবাসীদের মরার উপর খাড়ার ঘা
এদিকে ওমান থেকে বিশেষ ফ্লাইটের টিকেট নিয়ে নানা ধরনের অনিয়মের অভিযোগ আসছে প্রবাসীদের কাছ থেকে। অনেকেই টিকেট ব্যবস্থা করে দেওয়ার কথা বলে অতিরিক্ত কমিশন নিচ্ছেন। আবার কেউ কেউ টাকা নিয়ে দুর্নীতি করছেন বলেও তথ্য আসছে প্রবাস টাইমের কাছে। এমতাবস্থায় ওমান প্রবাসীদের অনুরোধ করা যাচ্ছে, টিকেটের জন্য বৈধ এজেন্সি অথবা দূতাবাস থেকে ঘোষিত এজেন্ট ব্যতীত কারো সাথে টিকেটের ব্যাপারে লেনদেন না করতে।
বিশেষ ফ্লাইটের টিকেটের ব্যাপারে বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুনঃ
ওমান থেকে বিশেষ ফ্লাইটে যেভাবে দেশে আসবেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post