ভারত ২০২৩ সালের আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে মুখোমুখি হয়েছিল বাদ পড়তে যাওয়া শ্রীলঙ্কার। এই ম্যাচের কোনো গুরুত্ব ছিল না, কারণ দুই দলই সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। কিন্তু এই ম্যাচেই ঘটল ইতিহাস। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো টাইমড আউট দেখল বিশ্ব।
কোনো বল খেলার আগেই টাইম আউট হয়ে গেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে টাইম আউট হলেন তিনি।
যে হেলমেট নিয়ে নেমেছিলেন, তাতে পুরো নিরাপদ বোধ করেননি ম্যাথুস। পরে টেলিভিশন রিপ্লেতে দেখা গেছে, যে ফিতা দিয়ে হেলমেট আটকে রাখা হয়, সেটি বাঁধতে গিয়ে ছিঁড়ে বা খুলে গেছে। পরে আরেকটি হেলমেট আনা হয়, কিন্তু সেটিও উপযুক্ত মনে করেননি ম্যাথুস। এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী, ‘একজন ব্যাটসম্যানের আউট হয়ে যাওয়া বা অবসরের পর যে ব্যাটসম্যান আসবেন, তাকে অথবা অন্য ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। অন্যথায় যে ব্যাটসম্যান নামছেন, তাকে আউট হতে হবে।
এবারের বিশ্বকাপে বোলিং চেঞ্জের জন্য নির্ধারিত সময় ছিল ২ মিনিট। ম্যাথুস এই সময়ের সীমা অতিক্রম করেছিলেন। বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে আম্পায়াররা তাকে আউট ঘোষণা করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post